এশিয়া কাপের মত আন্তর্জাতিক টুর্নামেন্টের মাঝে দুই পাক আধিকারিকের এমন কাণ্ডজ্ঞানহীন পদক্ষেপ মোটেই ভালভাবে নিচ্ছে না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও উমর ফারুখ কালসন ও আদনান আলির দাবি তারৈ ক্যাসিনোতে কোনওরকম জুয়া খেলতে ক্যাসিনোতে যাননি তারা। রাতের খাবার খেতেই তারা গিয়েছিলেন। কিন্তু এত জায়গা থাকতে রাতের খাবার খেতে কেন ক্যাসিনো? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
advertisement
দুই পাকিস্তান ক্রিকেটের ক্যাসিনোতে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। ঘটনায় নিন্দায় সরব হয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পিসিবি সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন পাক আধিকারিককে শ্রীলঙ্কায় যাতায়াত করতে হয়েছে। টুর্নামেন্ট আয়োজন করতে সেদেশেই দীর্ঘদিন ধরে থাকতে হয়েছে কর্তাদের। তাদের মধ্যেই ২ জনের ছবি সামনে এসেছে।
আরও পড়ুনঃ Shah Rukh Khan Jawan: জওয়ান দেখে কী প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ক্রিকেটার! জবাব দিলেন শাহরুখ খানও
প্রসঙ্গত, আইসিসির নিয়ম অনুযায়ী কোনও প্রতিযোগিতা চলাকালীন কোনও ক্রিকেটার বা দলের অন্য সদস্য ক্যাসিনোতে যেতে পারবে না। গড়াপেটা রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। এই গোটা পরিস্থিতি উপর নজর রাখছে ক্রিকেটে নিয়ামক সংস্থা। আইসিসি কোনও ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার।