এশিয়া কাপের দলে ভারতীয় ক্রিকেট প্রেমিদের জন্য একাধিক সুখবর রয়েছে। যেমনটা আশা করা হচ্ছিল চোট সারিয়ে দলে ফিরেছেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়র। এই ২ ক্রিকেটার দলে ফিরবেন কিনা তা নিয়েই সবথেকে বেশি জল্পনা ছিল। এশিয়া কাপ অগ্নিপরীক্ষা হতে চলেছে রাহুল ও শ্রেয়সের জন্য। এছাড়া আয়ারল্যান্ড সিরিজের পর এশিয়া কাপের দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও প্রসিদ্ধা কৃষ্ণা।
advertisement
এশিয়া কাপের ভারতীয় দলে চমক বলতে তিলক বর্মার সুযোগ পাওয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তরুণ ক্রিকেটার। আয়ারল্যান্ড সিরিজেও দলে রয়েছেন তিলক বর্মা। কোহলি, রোহিত, সূর্যকুমার, হার্দিকরা অটোমেটিক চয়েজ ছিল। পেস বোলিং অ্যাটাকে রয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দুল ঠাকুর। এছাড়া স্পিন অ্যাটাকে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। দলে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহলের।
এক ঝলকে দেখে নিন এশিয়া কাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়র, কেএল রাহুল, সূর্যকুমার যাদব , তিলক বর্মা, ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ডবাই ক্রিকেটার- সঞ্জু স্যামসন।
প্রসঙ্গত, ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৩। একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ হতে চলেছে ৫০ ওভারের ফর্ম্যাটে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় আয়োজিত হবে এবার এশিয়া সেরা হওয়ার লড়াই। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।