Fifa Womens World Cup 2023: মহিলা ফুটবলারকে জাপটে ধরে ঠোট ঠাসা চুমু সভাপতির, বিশ্বকাপের ফাইনালের মঞ্চে বিতর্ক, ভাইরাল ভিডিও

Last Updated:

Fifa Womens World Cup 2023: প্রথমবার ফিফা মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। মেগা ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বসেরা হয়েছে মহিলা স্প্যানিশ আর্মাডারা। ফাইনালে স্পেনের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ওলগা কারমানো।

সিডনি: প্রথমবার ফিফা মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। মেগা ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বসেরা হয়েছে মহিলা স্প্যানিশ আর্মাডারা। ফাইনালে স্পেনের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ওলগা কারমানো। প্রথম বিশ্বকাপ জেতার পর স্পেনের প্লেয়ার, কোচ সাপোর্টিং স্টাফ থেকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির উচ্ছ্বাস-উন্মাদনা ছিল বাঁধন হারা। আর ফাইনালে পুরস্কার বিতরণের সময় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালসের একটি কাণ্ড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
মহিলা বিশ্বকাপ ফাইনাল শেষে যখন পুরস্কার দেওয়া হচ্ছিল মঞ্চে উপস্থিত ছিলেন লুইস রুবিয়ালস। স্পেনের ফুটবলার জেনি হার্মোসোর ঠোঁটে চুমু খেয়ে নেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। সেই ঠোট ঠাসা চুমুর ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে বিতর্কও। মহিলা ফুটবলারের সঙ্গে এহেন আচরণে ক্ষোক্র উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। লুইস রুবিয়ালসের আচরণ ও ব্যবহার নিয়ে ওঠে প্রশ্ন।
advertisement
advertisement
advertisement
তবে দেশের ফুটবল সভাপতির আচরণ নিয়ে প্রশ্ন উঠলেও লুইস রুবিয়ালসের পাশে দাঁড়িয়েছেন জেনি হার্মোসো। তিনি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,”আমরা সকলেই বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি যা করেছেন, তা নেহাতই স্নেহ এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।” এছাড়া হার্মোসো আরও দাবি করেছেন,”আমাদের বিশ্বকাপ জয় থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্যই এই বিতর্ক। তবে আমরা এই বিষয়টি খুব একটা গুরুত্ব দিচ্ছি না।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Fifa Womens World Cup 2023: মহিলা ফুটবলারকে জাপটে ধরে ঠোট ঠাসা চুমু সভাপতির, বিশ্বকাপের ফাইনালের মঞ্চে বিতর্ক, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement