এশিয়া কাপ ও বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছে ভারতীয় দল। শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ৬ দিনের অনুশীলন শিবিরও সেরেছে ভারতীয় দল। তবে এরই মধ্যে জানা গিয়ছে প্রথম ২ ম্যাচে কেএল রাহুলকে পাবে না দল। এছাড়াও আরও বেশ কিছু সমস্যা রয়েছে যেগুলি একটু হলেও চিন্তায় রাখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
advertisement
ওপেনিং সমস্যা: এখনও পর্যন্ত অনুশীলন দেখে যা বোঝা গিয়েছে তাতে রোহিত শর্মা ও শুভমান গিল ভারতের হয়ে ইনিংসের শুরু করতে চলেছেন। কিন্তু কেএল রাহুল প্রথম ২টি ম্যাচে না থাকায় দলে উইকেট কিপার-ব্যাটার হিসেবে ইশান কিশানের খেলার সম্ভাবনা প্রবল। ইশানও একজন ওপনার। আর সাদা বলের ক্রিকেটে তার যা সাফল্য ইনিংস শুরু করে। ফলে ইশান খেললে কী তাকে ওপেন করানো হবে? শুভমান গিল কী প্রথম ডাউন আসবে? এই প্রশ্নগুলি থেকেই যাচ্ছে।
মিডিল অর্ডার: মিডিল অর্ডারেও বিরাট কোহলি ও শ্রেয়স আইয়রের মধ্যে কে তিনে আর কে চারে খেলবেন তা নিয়ে জল্পনা রয়েছে। সঙ্গে ইশান কিশানের দলে ঢোকা প্রথন ২ ম্যাচে অন্ত পাকা। ফলে ব্যাটিং অর্ডার আরও ঘেটে যাতে পারে। কারণ গিল তিনে আসলে আরও পিছিয়ে যাবে কোহলি-শ্রেয়সের ব্যাটিং অর্ডার।
অতিরিক্ত পরীক্ষা নীরিক্ষা: বিগত কিছু সময় ধরেই দল নিয়ে অতিরিক্ত পরীক্ষা নীরিক্ষা করছেন কোচ রাহুল দ্রাবিড়। যার ফল ভুগতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। টি-২০ সিরিজে হারের মুখ দেখতে হয় ভারতকে। তবে এশিয়া কাপের মত বড় প্রতিযোগিতা ও পাকিস্তান ম্যাচে অতিরিক্ত পরীক্ষা নীরিক্ষা না করাই ভাল মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ India vs Pakistan: ভারতের থেকে অনেক পিছিয়ে পাকিস্তান, এশিয়া সেরা হওয়া ‘যুদ্ধে’ এগিয়ে কোন দেশ
দলে ডান হাতি কোনও স্পিনার না থাকা: এশিয়া কাপের জন্য নির্বাচিত ভারতীয় দলে যে তিন জন স্পিনার রয়েছে তারা সকলেই বাঁ হাতি। রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ দলে একাধিক বাঁ হাতি ব্যাটার রয়েছে। ফলে বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে ডান হাতি অফ স্পিনাররা বেশি কর্যকরী হয়। কিন্তু ভারতীয় দলে তা নেই।
আরও পড়ুনঃ Asia Cup 2023: সম্পূর্ণ বিনামূল্যে দেখুন এশিয়া কাপ, ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর, জেনে নিন কীভাবে
ধারাবাহিকতা: এছাড়া শেষ ও যে সমস্যাটি ভারতীয় দলের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় তা হল ক্রিকেটারদেরে ধারাবাহিকতার অভাব। দলে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, কুলদীপ যাদব সহ আরও একাধিক প্লেয়ার রয়েছে যাদের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। বড় প্রতিযোগিতায় এইভাবে ধারাবাহিকতার অভাব থাকলে সমস্যা আরও বাড়বে।