Asia Cup 2023: সম্পূর্ণ বিনামূল্যে দেখুন এশিয়া কাপ, ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর, জেনে নিন কীভাবে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2023: ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়তে চলেছে এশিয়া কাপ ২০২৩-এর। এশিয়া কাপ শুরুর আগে ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর। সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে এশিয়া সেরা হওয়ার লড়াই।
কলকাতা: আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে এশিয়া কাপ। ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়তে চলেছে এশিয়া কাপের। পাকিস্তানের লাহোরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান বনাম নেপাল। ২ সেপ্টেম্বর এশিয়া কাপের মেগা ম্যাচ। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। আর এশিয়া কাপ শুরুর আগে ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর। সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে এশিয়া সেরা হওয়ার লড়াই।
এবার আইপিএল সম্পূর্ণ বিনামূল্যে দেখিয়েছিল জিও সিনেমা। তবে এশিয়া কাপ ও এরপর একদিনের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্টার নেটওয়ার্কের কাছে। তাই জিও সিনেমার দেখানো পতেই হাঁটতে চলেছে স্টারও। অনলাইনলে এশিয়া কাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখতে হলে কোনও টাকা লাগবে না। ডিজনি+হটস্টার মোবাইল অ্যাপে সব ম্যাচ দেখানো হবে একেবারে বিনামূূল্যে।
advertisement
advertisement
ফ্রি-তে এশিয়া কাপ দেখার ব্যবস্থা কিন্তু শুধু অনলাইনে দেখা যাবে। টিভি বা কম্পিউটারে এশিয়া কাপের ম্যাচ দেখতে হলে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে নজর রাখতে হবে। এই এই চ্যানেলগুলি পাওয়ার জন্য যে নির্দিষ্ট টাকা কেবিল অপারেটর বা ডিটিএইচ সংস্থাকে দিতে হয় তা দিতে হবে। ফলে মোবাইলে এশিয়া কাপ দেখা যাবে বিনামূল্যে ও টিভিতে দেখতে গেলে খরচ করতে হবে টাকা।
advertisement
তবে ডিজনি+হটস্টার-এর তরফ থেকে এশিয়া কাপ অনলাইনে ফ্রি-তে দেখানোর সিদ্ধান্ত নেওয়ায় খুশি ক্রিকেট প্রেমিরা। কারণ বেশিরভাগ খেলাই শুরু হবে দুপুর থেকে। সেসময় কাজের জন্য বাইরে থাকেন সকলেই। ফলে মোবাইলে অনলাইনে ফ্রি-তে দেখা গেলে আর কোনও সমস্যাই রইল না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2023 9:04 PM IST