এবার আইপিএল সম্পূর্ণ বিনামূল্যে দেখিয়েছিল জিও সিনেমা। তবে এশিয়া কাপ ও এরপর একদিনের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ত্ব রয়েছে স্টার নেটওয়ার্কের কাছে। তাই জিও সিনেমার দেখানো পতেই হাঁটতে চলেছে স্টারও। অনলাইনলে এশিয়া কাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখতে হলে কোনও টাকা লাগবে না। ডিজনি+হটস্টার মোবাইল অ্যাপে সব ম্যাচ দেখানো হবে একেবারে বিনামূূল্যে।
advertisement
ফ্রি-তে এশিয়া কাপ দেখার ব্যবস্থা কিন্তু শুধু অনলাইনে দেখা যাবে। টিভি বা কম্পিউটারে এশিয়া কাপের ম্যাচ দেখতে হলে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে নজর রাখতে হবে। এই এই চ্যানেলগুলি পাওয়ার জন্য যে নির্দিষ্ট টাকা কেবিল অপারেটর বা ডিটিএইচ সংস্থাকে দিতে হয় তা দিতে হবে। ফলে মোবাইলে এশিয়া কাপ দেখা যাবে বিনামূল্যে ও টিভিতে দেখতে গেলে খরচ করতে হবে টাকা।
তবে ডিজনি+হটস্টার-এর তরফ থেকে এশিয়া কাপ অনলাইনে ফ্রি-তে দেখানোর সিদ্ধান্ত নেওয়ায় খুশি ক্রিকেট প্রেমিরা। কারণ বেশিরভাগ খেলাই শুরু হবে দুপুর থেকে। সেসময় কাজের জন্য বাইরে থাকেন সকলেই। ফলে মোবাইলে অনলাইনে ফ্রি-তে দেখা গেলে আর কোনও সমস্যাই রইল না।