TRENDING:

আর যা করুন , পাকিস্তান ক্রিকেটার মতো এই কাজ করবেন না, দিল্লি পুলিশের পোস্ট করা ভিডিও ভাইরাল

Last Updated:

এই ভিডিওটি শেয়ার করে দিল্লি পুলিশ লিখেছে, "অ্যায় ভাই জারা দেখকে চলো।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এশিয়া কাপ ২০২২ ফাইনালের সময় পাকিস্তানের একটি ক্যাচ ড্রপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছে৷ শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে একটি ক্যাচ মিসের ঘটনাটি ঘটে, শ্রীলঙ্কার ক্রিকেটার ভানুকা রাজাপক্ষে একটি শট মেরেছিলেন৷ তাঁর শটটি  ক্যাচ হিসেবে ধরতে গিয়ে ডিপ মিডউইকেটে পাকিস্তানের শাদাব খান এবং আসিফ আলি পরস্পরের সঙ্গে প্রবল জোরে ধাক্কা খান। ক্যাচটিও হাত থেকে পরে যায়৷  ফলে মহম্মদ হাসনাইনের বলে ছক্কা হয়ে যায়৷
 pakistan cricketers missed catch viral video inspires delhi police - Photo- AP
pakistan cricketers missed catch viral video inspires delhi police - Photo- AP
advertisement

একদিকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের দুই ক্রিকেটারের হঠকারি সিদ্ধান্ত নেওয়া নিয়ে যেখানে এই ভিডিও নিয়ে মজা করা হচ্ছে। অন্যদিকে দিল্লি পুলিশ এই ভিডিওটিকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করেছে। এই ভিডিওর মাধ্যমে দিল্লি পুলিশ মানুষকে সড়ক নিরাপত্তার বার্তা দিয়েছে।

আরও পড়ুন -  ম্যাসাজ করাতে গিয়ে যন্ত্রণায় কাশ্মীরার হাল খারাপ, স্বামী বললেন , ‘‘এইজন্যেই পয়সা দিয়েছি’’, ভাইরাল

advertisement

এশিয়া কাপের ফাইনাল ছিল রবিবার৷   শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে ছিল এশিয়া সেরার খেতাব ঘরে তোলার লড়াই৷  ম্যাচের ইনিংসের শেষ বলে, শ্রীলঙ্কান ব্যাটসম্যানের শট ক্যাচ করতে গিয়ে দুই পাকিস্তানি ফিল্ডার খারাপভাবে একে অপরের সঙ্গে ধাক্কা খান, ফলে বলটি ছক্কা হয়ে যায়। খেলোয়াড়দের সমন্বয় এবং সতর্কতার অভাবের কারণেই এই দুর্ঘটনা এইভাবে এই ভিডিওটি দিল্লি পুলিশ রাস্তায় হাঁটার সময় কেন সতর্ক হওয়া উচিত তা আলোকপাত করতে ব্যবহার করেছে৷ দেখে নিন ভিডিওটিকে কীভাবে ব্যবহার করেছে দিল্লি পুলিশ৷

advertisement

এই ভিডিওটি শেয়ার করে দিল্লি পুলিশ লিখেছে, "অ্যায় ভাই জারা দেখকে চলো।" বলিউডে রাজ কাপুরের তৈরি সিনেমা মেরা নাম জোকারের গান অ্যায় ভাই জারা দেখকে চলো গানটিও ব্যবহার করা হয়েছে৷   রাজ কাপুর নির্দেশিত ও  অভিনীত ছবি 'মেরা নাম জোকার' ছবিটি ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এশিয়া কাপ ২০২২-র ফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে দেয়৷  এদিন প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে শ্রীলঙ্কা। এদিকে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান৷

বাংলা খবর/ খবর/খেলা/
আর যা করুন , পাকিস্তান ক্রিকেটার মতো এই কাজ করবেন না, দিল্লি পুলিশের পোস্ট করা ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল