রাহুল দ্রাবিড় অবশ্য ভারত বনাম জিম্বাবোয়ে তিন ম্যাচের সিরিজের জন্য দলের সঙ্গে যাননি৷ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারস মামরের সঙ্গে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দিয়েছিল সিনিয়র সিলেকশন কমিটি৷ রাহুল দ্রাবিড়ের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর ভিভিএস লক্ষ্মণ এশিয়া কাপ ২০২২ এ দলের দায়িত্ব নিতে পারেন৷
আরও পড়ুন - বাঁশবাগানে ছাপছাপ ‘ওটা’ ঠিক কী? ১৫ ফুটের পাইথন ঘিরে জোর চাঞ্চল্য
advertisement
লক্ষ্মণ যেতে পারেন টিম ইন্ডিয়ার সঙ্গে
রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ , কেএল রাহুলের অধিনায়কত্বে থাকা জিম্বাবোয়ে সফরের দলের সঙ্গে গিয়েছিলেন৷ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে রাহুল দ্রাবিড় গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল৷ তারপরে দ্রাবিড় টি টোয়েন্টি খেলার ধরণ পরিবর্তনে বড় ভূমিকা পালন করেছেন৷
আরও পড়ুন - Shubman Gill: ম্যান অফ দ্য ম্যাচ হয়ে কাকে উৎসর্গ করলেন ট্রফি, শুভমান গিলে নিজেই জানালেন
ভারত বনাম পাকিস্তান ম্যাচ ২৮ অগাস্ট
উল্লেখ্য শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে এশিয়া কাপ ২০২২ এর ওপেনিং ম্যাচ হওয়ার একদিন পরে ২৮ অগাস্ট দুবাইতে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে৷ এশিয়া কাপে ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা৷ পাকিস্তানের অধিনায়কত্ব করবেন বাবর আজম৷ ভারতীয় দলের সিনিয়ররা দীর্ঘদিন একসঙ্গে না খেলার পর এশিয়া কাপের দলের জন্য একত্রিত হবেন৷ এই টুর্নামেন্ট অফ ফর্মে থাকা বিরাট কোহলির দিকেও সকলের নজর থাকবে৷
জসপ্রীত বুমরাহ নেই দলে
ভারতের এশিয়া কাপের দলে নেই তারকা পেসার জসপ্রীত বুমরাহ৷ কারণ তাঁর পিঠের চোট রয়েছে৷