TRENDING:

আফগানদের কাছে বড় হার, ভারতের বিরুদ্ধে নামার আগে সূচি নিয়ে ক্ষুব্ধ মাশরাফি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আবুধাবি: আফগানিস্তানের বিরুদ্ধে ১৩৬ রানে হার ৷ ২৫৬ রান তাড়া করতে নেমে মাত্র ১১৯ রানেই অল আউট বাংলাদেশ ৷ স্বভাবতই বেকায়দায় মাশরাফি মোর্তাজার দল ৷ রশিদ খান, মুজিব উর রহমানদের দাপটে বৃহস্পতিবার কুপোকাৎ বাংলাদেশের ব্যাটসম্যানরা ৷ এমন হারের ২৪ ঘণ্টার মধ্যেই আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামতে হচ্ছে মাশরাফিদের ৷ প্রতিপক্ষ রোহিতের ভারত ৷ এত কম সময়ের মধ্যে ম্যাচ খেলাটা সত্যি কঠিন বলে দাবি মাশরাফির ৷ এশিয়া কাপের সূচি নিয়ে তাই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক ৷
advertisement

আজ সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে তাই দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশের অধিনায়কের মনে। আফগানিস্তান-ম্যাচের ধাক্কা আজ সামলে ওঠা যাবে তো ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সূচি নিয়ে আরও ক্ষোভ বাংলাদেশ অধিনায়কের ৷ কারণ পরপর দু’দিন ম্যাচ তাঁদের খেলতে হচ্ছে দুটি ভিন্ন শহরে ৷ গতকাল আবুধাবিতে খেলার পর আজ ভারতের বিরুদ্ধে দুবাইয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ ৷ আবুধাবি-দুবাইয়ের দূরত্ব ১২৩ কিলোমিটার। বৃহস্পতিবার রাতের ভয়াবহ হারের ধাক্কা সামলে উঠে এই ১২৩ কিলোমিটার যাত্রা করতে হয়েছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার ম্যাচ শেষে মাশরাফি জানান, ‘‘ আগামিকাল ভারতের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ। এই ম্যাচের আগেই খেলোয়াড়দের সব ধাক্কা সামলে উঠতে হবে। আমিরাশাহীর প্রচণ্ড গরমে পরপর দু’দিন দু’টো আলাদা শহরে ম্যাচ খেলা সব সময়েই কঠিন।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আফগানদের কাছে বড় হার, ভারতের বিরুদ্ধে নামার আগে সূচি নিয়ে ক্ষুব্ধ মাশরাফি