আজ সুপার ফোরে ভারতের বিপক্ষে খেলতে নামার আগে তাই দুশ্চিন্তা ভর করেছে বাংলাদেশের অধিনায়কের মনে। আফগানিস্তান-ম্যাচের ধাক্কা আজ সামলে ওঠা যাবে তো ?
সূচি নিয়ে আরও ক্ষোভ বাংলাদেশ অধিনায়কের ৷ কারণ পরপর দু’দিন ম্যাচ তাঁদের খেলতে হচ্ছে দুটি ভিন্ন শহরে ৷ গতকাল আবুধাবিতে খেলার পর আজ ভারতের বিরুদ্ধে দুবাইয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ ৷ আবুধাবি-দুবাইয়ের দূরত্ব ১২৩ কিলোমিটার। বৃহস্পতিবার রাতের ভয়াবহ হারের ধাক্কা সামলে উঠে এই ১২৩ কিলোমিটার যাত্রা করতে হয়েছে বাংলাদেশ দলকে। বৃহস্পতিবার ম্যাচ শেষে মাশরাফি জানান, ‘‘ আগামিকাল ভারতের বিপক্ষে আমাদের কঠিন ম্যাচ। এই ম্যাচের আগেই খেলোয়াড়দের সব ধাক্কা সামলে উঠতে হবে। আমিরাশাহীর প্রচণ্ড গরমে পরপর দু’দিন দু’টো আলাদা শহরে ম্যাচ খেলা সব সময়েই কঠিন।’’
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2018 2:26 PM IST