TRENDING:

বিশ্ব ক্রিকেটে বিরল নজির, আইসিসি-র তালিকায় শীর্ষে দুই ভারতীয় স্পিনার !

Last Updated:

বেঙ্গালুরুতে ম্যাচে সাত উইকেট নিয়ে অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে এখন এক নম্বর রবীন্দ্র জাডেজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: বিশ্ব ক্রিকেটে বিরল নজির। এই প্রথম আইসিসি’র শীর্ষে দুই ভারতীয় স্পিনার। বেঙ্গালুরুতে ম্যাচে সাত উইকেট নিয়ে অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে এখন এক নম্বর রবীন্দ্র জাডেজা।
advertisement

গত কয়েকদিন ধরেই তাঁদের মধ্যে লড়াই চলছিল। মাঠে নয়, এই লড়াই ছিল আইসিসির ক্রমতালিকায়। তবুও, রবিচন্দ্রন অশ্বিনকে ধরতে পারছিলেন না রবীন্দ্র জাডেজা। বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে তাঁর স্বপ্নের স্পেল যুগ্মভাবে অশ্বিনের সঙ্গে শীর্ষে তুলে দিল জাডেজাকে। সেইসঙ্গে ২০০৮-এর পর টেস্ট বোলিংয়ে যুগ্মভাবে কোনও বোলার।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই প্রথম দুই স্পিনার এক নম্বর হয়ে নজির তৈরি করলেন। চিন্নাস্বামীতে জাডেজার শিকার সাত উইকেট। এরমধ্যে প্রথম ইনিংসে ৬৩ রানে ছ’উইকেট। ম্যাচে আট উইকেট নিয়ে মঙ্গলবারই বিষেণ সিং বেদীকে টপকে গিয়েছেন অশ্বিন। তবে টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় এখনও দু’নম্বরেই ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর সামনে ইংল্যান্ড অধিনায়ক জো রুট। আর দলগত ভাবে দীর্ঘদিন এক নম্বর সিংহাসনে থাকার পুরস্কার হিসেবে ৬১০৬ কোটি টাকা পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পয়লা এপ্রিল আইসিসি-র তরফে এই টাকা তুলে দেওয়া হবে বিসিসিআইয়ের হাতে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্ব ক্রিকেটে বিরল নজির, আইসিসি-র তালিকায় শীর্ষে দুই ভারতীয় স্পিনার !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল