জগদীপ ধানখড় নিজের ট্যুইট বার্তায় বলেছেন, ‘‘Saddened to hear about the demise of Smt. Sandhya Dinda; mother of Shri @dindaashoke, MLA, WB Assembly. My thoughts and prayers are with the bereaved family. Pray ALMIGHTY to bestow eternal peace to the departed soul. ॐ शांति ॐ !’’- অর্থাৎ ‘‘ শ্রীমতি সন্ধ্যা দিন্দার প্রয়াণে শোকস্তব্ধ, তিনি অশোক দিন্দার পশ্চিমবঙ্গের বিধায়ক তাঁর পরিবারের প্রতি সমবেদনা৷ বিদেহী আত্মার শান্তি কামনা করি৷’’
advertisement
প্রয়াত হয়েছেন ময়নার বিধায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার মা সন্ধ্যা রানী দিন্দা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে নিজের বাড়ি তমলুক ব্লকের নৈছনপুরগ্রামে পরলোকগমন করেন।
আরও পড়ুন - Purba Bardhaman News: আর নেই আশঙ্কা, কৃষকদের যেকোনও ক্ষতি থেকে বাঁচাতে মিলছে শস্য বিমা
মাতৃহারা বিধায়ক অশোক দিন্দা তাঁর দাদাদের সঙ্গে নিয়ে মায়ের দাহ কাজ করছেন। প্রতিবেশী পরিজন অশোকের পাশে এসে দাঁড়িয়েছেন।