TRENDING:

আরসিবি-র কোচিং স্টাফে এবার কার্স্টেন ও নেহরাও

Last Updated:

শুরুতেই বড় চমক দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নতুন বছর পড়ে গেল ৷ আইপিএল শুরু হতেও বাকি আর মাত্র কয়েকমাস ৷ এবছর টুর্নামেন্টের দশম বছর ৷ এই প্রথমবার আটটির বদলে ১০ দলের খেলা হবে ৷ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি এখন নিজের দল গুছিয়ে নেওয়ার কাজ করছে ৷ শুরুতেই বড় চমক দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷  নিজেদের কোচিং ইউনিটকে শক্তিশালী করতে বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন এবং সদ্য অবসর নেওয়া আশিস নেহরাকে হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরির সঙ্গে জুড়ে দিল আরসিবি টিম ম্যানেজমেন্ট।
advertisement

আজ, মঙ্গলবার আরসিবি-র পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়ে দলের কোচিং স্টাফদের তালিকায় কার্স্টেন এবং আশিস নেহরাকে যুক্ত করা হয়েছে ৷ দলের মেন্টরের ভূমিকাতেও দেখা যাবে এই দু’জনকে ৷ এমাসের শেষেই আইপিএল-এর নিলাম ৷ আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলামের আসরে কোন দল কোন ক্রিকেটারদের ছিনিয়ে নিতে পারে, সেটাই এখন দেখার ৷  আরসিবি-র হেড কোচ ভেত্তোরি বলেন, “আমি উত্তেজিত হয়ে আছি, রয়্যাল চ্যালেঞ্জার্সের কোচিং টিমে গ্যারি এবং আশিসকে স্বাগত জানাবো বলে। ক্রিকেটে এঁদের দু’জনেরই অভিজ্ঞতা প্রশ্নাতীত। গোটা দল এঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।”

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
আরসিবি-র কোচিং স্টাফে এবার কার্স্টেন ও নেহরাও