১২ ওভারের পরে টাইটান্স ১৩১/১ রানে দারুণ খেলছিল, কিন্তু শেষ আট ওভারে ৫৭ রানে আট উইকেট হারায় SRH পেসার ভুবনেশ্বর কুমার তাঁর শেষ দুই ওভারে ১০ রানে চার উইকেট সহ ৫/৩০ করেছিল৷
আরও দেখুন
শুভমান গিল দ্বাদশ ওভারে ৩৯ বলে ৭৭ রানে ব্যাট করছিলেন, টাইটান্স তাঁদের খেলার গতি হারিয়ে ফেলে বাকি ২৩ রান করতে ১৭ বল সময় নিয়েছিলেন, অর্থাৎ আগের থেকে অনেকটাই ধীর হয়ে যান৷
advertisement
এদিকে টাইটান্সের খেলার ধরণ নিয়ে আশিস নেহরা এতটাই বিরক্ত ছিলেন যে তিনি শুভমান গিলের প্রথম আইপিএল সেঞ্চুরিতে কোনও রকম সম্মান প্রদর্শনও করতে ভুলে যান৷ তাঁর দলের বাকি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা গিলের শতরানকে স্বাগত জানান৷ কিন্তু নেহরা নিজের সিটেই বসে থাকেন৷
এদিকে শুধু এটুকুই নয়, গুজরাতের ইনিংস শেষে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে কথা বলার সময় নেহরাকে বেশ রেগে থাকতে দেখা যায়৷ মহম্মদ শামি (৪/২০) এবং মোহিত শর্মার (৪/২৮) চার উইকেটের নেতৃত্বে টাইটান্সকে সানরাইজার্সকে হারাতে সাহায্য করে৷ এদিনের ম্যাচে ৩৪ রানে হারিয়ে প্লে-অফে তাদের জায়গা করে নিয়েছে।
জিও সিনেমার বিশেষজ্ঞ আকাশ চোপড়া এদিন নিজের কমেন্ট্রির সময়ে ইনিংস বিশ্লেষণে করেছিলেন সেখানেও নেহরার এই ধরণের ব্যবহার নিয়ে কথা তোলেন৷ ‘হয়তো নেহরা মনে করেছিলেন যে তাদের অন্তত ২১০ বা এমনকি ২২৫ রান তাদের তোলা উচিত ছিল৷ তাঁর মনে হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এই রান সহজেই তুলে ফেলবে৷
তাঁর আসলে মনে হয়েছিল নিশ্চিত জয়ের জন্য প্রয়োজনীয় রান তাঁদের তোলা হয়নি৷ তাই তিনি শুভমান গিলের কৃতিত্বেও আনন্দ উপভোগ করতে পারেননি৷