TRENDING:

মেসি আসছেন ভারতে! কলকাতায় দাঁড়িয়ে মার্টিনেজ যা বলে গেলেন, মন ভাল হয়ে যাবে

Last Updated:

Emiliano Martinez: মেসি আসবেন ভারতে। বড় খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এ শহর মেসিকে আগেও একবার দেখেছে। এ শহর দিয়েগো মারাদোনাকে দেখেছে। দেখেছে ভালদেরামা, পেলে, কাফুর মতো মহাতারকাদের। এ শহর এবার দেখল বিশ্বকাপজয়া গোলকিপার এমি মার্টিনেজকে।
advertisement

মেসিকে আরও একবার দেখতে চায় শহর কলকাতা। মেসিকে আরও একবার হাতের নাগালে পেতে চায় বাংলার অগণিত ফুটবলপ্রেমী। আসলে আগে যখন এ শহর মেসিকে দেখেছিল, তখন তিনি বিশ্বকাপজয়ী ছিলেন না। এখন তিনি বিশ্বজয় করেছেন। যত দিন গড়িয়েছে, মেসির স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, গেম মেকিং যেন আরও ধারালো হয়েছে!

আরও পড়ুন- বিরাট কোহলির পাশে এই বৃদ্ধকে চেনেন? ইনি কিংবদন্তি, ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন

advertisement

এ শহর গত দুদিন ধরে এমি মার্টিনেজকে ছুঁয়ে মেসিকে স্পর্শ করার অনুভূতি পেতে চেয়েছে। কারণ তিনি মেসির দলের গোলকিপার। মেসি তাঁকে ভালবাসেন। মেসিকে তিনি চাইলেই ছুঁতে পারেন। তাই তাঁকে ছুঁলেই যেন মেসিকে ছোঁয়ার অনুভূতি জেগে ওঠে!

এমি মার্টিনেজ এদিন সল্ট লেকের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে দামি কথা দিয়ে বসলেন। তিনি জানালেন, মেসিকে আরেকবার ভারতে খেলার জন্য নিয়ে আসতে চান তিনি। কারণ ভারতে এসে তিনি নিজেই আপ্লুত। এখানকার আতিথেয়তা, আপ্যায়ন তিনি ভুলতে পারবেন না। এমি বলেই ফেললেন, ভারতে আসা তাঁর কাছে স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে।

advertisement

আরও পড়ুন- গোটা স্টেডিয়াম গাইছে বন্দে মাতরম, গায়ের রোম খাঁড়া হয়ে যাবে! দেখুন সেই ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এদিন প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এমি। কলকাতার ভালবাসায় তিনি আপ্লুত। সেটাও বারবার জানাতে ভুললেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মেসি আসছেন ভারতে! কলকাতায় দাঁড়িয়ে মার্টিনেজ যা বলে গেলেন, মন ভাল হয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল