প্রায় ৩ দশক পর ২০২২ সাল থেকে ফের শুরু হয়েছে ফিনালিসিমা। ফিফা কনফেডারেশন কাপের পরিবর্তে ফিরিয়ে আনা হয় এই এক ম্যাচের প্রতিযোগিতা। ইউরো ও কোপা চ্যাম্পিয়ন মুখোমুখি হয় ফিনালিসিমায়। গতবার ইতালিকে ৩-০ গোলে হারিয়ে জিতেছিল আর্জেন্টিনা। এবার ফিনালিসিমায় মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও স্পেন। যা বিশ্বফুটবলের অন্যতম সেরা দ্বৈরথ হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
গতবার আর্জেন্টিনা বনাম ইতালি ফিনালিসিমা হয়েছিল ২০২২ সালের পয়লা জুন। এবার কবে হবে আর্জেন্টিনা বনাম স্পেনের মেগা ম্যাচ তা জানার কৌতুহল এখন থেকেই প্রকাশ করেছেন ফ্যানেরা। সরকারিভাবে দিন ঘোষণা না হলেও Fox Sports-এর দাবি অনুযায়ী ২০২৫-এর গ্রীষ্মেই হতে চলেছে মেসি বনাম ইয়ামাল মেগা ম্যাচ। জুনের প্রথম সপ্তাহেই ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ Euro 2024 Champion Spain: ইউরো চ্যাম্পিয়ন হয়ে মোট কত টাকা পেল স্পেন? জানলে চোখ কপালে উঠবে
প্রসঙ্গত, ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো সেরা হয়েছে স্পেন। ২০১২ সালের পর ফের একবার ইউরোপ ফুটবলের সিংহাসনে স্প্যানিশ আর্মাডারা। এই নিয়ে চতুর্থ ইউরো জয় স্পেনের। অন্যদিকে, কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১২০ মিনিটের লড়াই শেষে ১-০ গোলে জিতে টানা দ্বিতীয়বার কোপা জিতেছে আর্জেন্টিনা। এই নিয়ে সর্বাধিক ১৬ বার চ্যাম্পিয়ন হল নীল-সাদা ব্রিগেড।