প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি-ফ্রান্স সেমিফাইনালে। সেই থেকে শুরু করে এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের ৩৪টি ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। সেই আর্জেন্টিনা আজ সেমিফাইনালে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
আরও পড়ুন - মেসিদের কাপ জয়ের জন্য প্রার্থনা ব্রাজিলেও! আর্জেন্টিনার পাশে গোটা লাতিন আমেরিকা
advertisement
এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে। আজও তাই ম্যাচ টাইব্রেকারে যেতেই পারে। বিশ্বকাপ ইতিহাসে এই দুই দলের টাইব্রেকারে পারফরম্যান্স কেমন, সেই পরিসংখ্যানও তাই ঘাঁটাঘাঁটি চলছে। চলুন দেখা যাক বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার পারফরম্যান্স কেমন।
এদিনের আগে পর্যন্ত ক্রোয়েশিয়া বিশ্বকাপের মঞ্চে একটি শেষ ১৬ এবং দুটি কোয়াটার ফাইনাল ম্যাচে ডেনমার্ক, রাশিয়া এবং ব্রাজিলকে হারিয়েছিল টাইব্রেকারে। তাদের গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ এবার জাপান এবং ব্রাজিলের বিরুদ্ধে নিজের ইস্পাত কঠিন স্নায়ুর পরিচয় দিয়েছিলেন।
সাড়ে ছ ফুট লম্বা গোলরক্ষকের উপস্থিতি ক্রোয়েশিয়ার অন্যতম সম্পদ। অন্যদিকে আজকের আগে পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা একটি শেষ ১৬, দুটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনালে জয়লাভ করেছিল। ২০০৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিল জার্মানির কাছে।