বাঁ-পায়ের সেই সেভের জায়গাটি স্মরণীয় করে রাখতে বিশেষ উপায় অবলম্বন করেছেন এমি মার্টিনেজ। ঠিক সেই জায়গাতেই একটি বিশ্বকাপের ট্যাটু করিয়েছেন তিনি। যেন ওখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। বর্তমানে কলকাতায় রয়েছেন এমি। তার আগে গিয়েছিলেন বাংলাদেশে। সোমবার ভোরে পৌছেছিলেন বাংলাদেশে। সেখানে এক সাক্ষাৎকারে আলোচনার সময় ওই সেভ প্রসঙ্গ আসলে এমি ট্যাটুটি বার করে দেখান। বলেন,’১২৩ মিনিটের শটটা আমার পায়ের এখানেই লেগেছিল। তাই এই জায়গাকে স্মরণীয় করে রাখতে আমি ট্যাটু করিয়েছি।’ ট্যাটুতে লেখা, ‘আমার প্যাশন যখন সাফল্যের দিকে নিয়ে যায়।’ ওই সেভটা সারা জীবন ভুলতে পারবেন না বলেও জানান এমি।
advertisement
প্রসঙ্গত, ঢাকায় পৌছে সোমবার দুপুরে গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এমিলিয়ানো মার্টিনেজ। শেখে হাসিনা ও এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে খানিকটা সময় কথা-বার্তাও হয়। বাংলাদেশের নানা বিষয়ে মার্টিনেজকে স্বল্প সময়ে জানান শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দিতে ভোলেননি বিশ্বজয়ী গোলরক্ষক। শেখ হাসিনকে একটি আর্জেন্টিনার জার্সি উপহার দেন এমি মার্টিনেজ।