কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের পর টাইব্রেকারে জয়ী হয় আর্জেন্টিনা। বাডওয়াইসার তাদের কথা মতো প্রায় ১০ কোটি গ্যালন বিয়ার পাঠাচ্ছে বিজয়ী দেশ আর্জেন্টিনায়। বিশ্বকাপ জয়ের উৎসবের উন্মাদনা আরো বাড়িয়ে দিল এই বিয়ার প্রস্তুতকারক কোম্পানি।
আর্জেন্টিনায় বিয়ারগুলো বিক্রি হবে এক বিশেষ মোড়কে, যাতে উৎসর্গ থাকবে লিওনেল মেসির এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। বাডওয়াইসার দেশের বিভিন্ন প্রান্তে কয়েকটি কেন্দ্র ঠিক করেছে যেখান থেকে বিয়ারের বণ্টন হবে সমস্ত দেশে। এই প্রচার অভিযানের নাম দেওয়া হয়েছে ব্রিং হোম দ্যা বাড।
advertisement
কাতার সরকার বিশ্বকাপ শুরু হওয়ার একদিন আগে ঘোষণা করে যে স্টেডিয়ামে বসে মদ্যপান করা নিষিদ্ধ। তাতে ক্ষিপ্র হয়ে ওঠে ইউরোপ লাতিন আমেরিকা থেকে আগত দর্শকরা। মাঠে শুধু বিক্রি হতো অ্যালকোহল বিহীন বিয়ার আর মাঠের বাইরে কিছু ফ্যান ফেস্টিভালে বিয়ার বিক্রি হতো। এর জন্য ফিফার থেকে সাড়ে চার কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছে বাডওয়াইসার।
অবিক্রীত বিয়ারগুলো যাতে শুধু শুধু পড়ে থেকে নষ্ট না হয় তাই তারা ঘোষণা করেছিল বিজয়ী দেশকে পাঠানো হবে উপহার হিসেবে। আর্জেন্টিনায় প্রতি প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন তিনটি করে ৪১০ মিলিলিটারের বিয়ারের ক্যান পাবেন বিনামূল্যে। সেগুন্দা কুইন্সেনা বলে একটি অনলাইনে মাধ্যমে বুক করতে হবে।