TRENDING:

বিশ্বকাপ জয়ের পুরস্কার, জার্মানির ফ্রি বিয়ারে এবার ভাসবে মেসির আর্জেন্টিনা

Last Updated:

Argentina fans will receive free beer from Budweiser as shipment is packaged in a special edition featuring Lionel Messi. বিনামূল্যে বিয়ার পাবে মেসির আর্জেন্টিনা! জার্মান সংস্থার অভিনব উদ্যোগ চ্যাম্পিয়নদের জন্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোজারিও: ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম বার গ্যালারিতে নিষিদ্ধ করা হয় মদ্যপান। ফিফার সাথে চুক্তিবদ্ধ বিয়ার কোম্পানি বাডওয়াইসার দুর্দান্ত পরিকল্পনা করে কাতার বিশ্বকাপে অবিক্রীত বিয়ারগুলির পুনর্ব্যবহার করেছে। তারা ঘোষণা করেছিল নিষেধাজ্ঞার জন্য অবিক্রীত সমস্ত বিয়ার বিশ্বকাপ জয়ী দেশকে তারা উপহার দেবে। তারা কথা রেখেছে কিছুদিনের মধ্যেই আর্জেন্টিনায় পাওয়া যাবে বিনামূল্যে বাডওয়াইসার বিয়ার।
বিনামূল্যে বিয়ার পাবে মেসির আর্জেন্টিনা!
বিনামূল্যে বিয়ার পাবে মেসির আর্জেন্টিনা!
advertisement

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের পর টাইব্রেকারে জয়ী হয় আর্জেন্টিনা। বাডওয়াইসার তাদের কথা মতো প্রায় ১০ কোটি গ্যালন বিয়ার পাঠাচ্ছে বিজয়ী দেশ আর্জেন্টিনায়। বিশ্বকাপ জয়ের উৎসবের উন্মাদনা আরো বাড়িয়ে দিল এই বিয়ার প্রস্তুতকারক কোম্পানি।

আর্জেন্টিনায় বিয়ারগুলো বিক্রি হবে এক বিশেষ মোড়কে, যাতে উৎসর্গ থাকবে লিওনেল মেসির এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের। বাডওয়াইসার দেশের বিভিন্ন প্রান্তে কয়েকটি কেন্দ্র ঠিক করেছে যেখান থেকে বিয়ারের বণ্টন হবে সমস্ত  দেশে। এই প্রচার অভিযানের নাম দেওয়া হয়েছে  ব্রিং হোম দ্যা বাড।

advertisement

কাতার সরকার বিশ্বকাপ শুরু হওয়ার একদিন আগে ঘোষণা করে যে স্টেডিয়ামে বসে মদ্যপান করা নিষিদ্ধ। তাতে ক্ষিপ্র হয়ে ওঠে ইউরোপ লাতিন আমেরিকা থেকে আগত দর্শকরা। মাঠে শুধু বিক্রি হতো অ্যালকোহল বিহীন বিয়ার আর মাঠের বাইরে কিছু ফ্যান ফেস্টিভালে বিয়ার বিক্রি হতো। এর জন্য ফিফার থেকে সাড়ে চার কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছে বাডওয়াইসার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৫৫০ বছর পার করে আজও অটুট! মালদহের 'এই' ব্রিজ বাংলার গর্ব, ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

অবিক্রীত বিয়ারগুলো যাতে শুধু শুধু পড়ে থেকে নষ্ট না হয় তাই তারা ঘোষণা করেছিল বিজয়ী দেশকে পাঠানো হবে উপহার হিসেবে। আর্জেন্টিনায় প্রতি প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন তিনটি করে ৪১০ মিলিলিটারের বিয়ারের ক্যান পাবেন বিনামূল্যে। সেগুন্দা কুইন্সেনা বলে একটি অনলাইনে মাধ্যমে বুক করতে হবে।

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ জয়ের পুরস্কার, জার্মানির ফ্রি বিয়ারে এবার ভাসবে মেসির আর্জেন্টিনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল