TRENDING:

জটিল সমীকরণে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ অঙ্ক, পোল্যান্ডের বিরুদ্ধে জয় চাই মেসিদের, গ্রুপ টপ করাই টার্গেট ফ্রান্সের

Last Updated:

প্রি-কোয়ার্টারে পৌঁছতে মাঠে নামছে হট ফেভারিট আর্জেন্টিনা। গ্রুপের জটিল সমীকরণে পোল্যান্ডকে হারতে হবে মেসিদের। না হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। গ্রুপ টপ করতে মাঠে নামবে ফ্রান্স। নকআউটের আশায় অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সৌদি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোহা: শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় অর্থাৎ শেষ রাউন্ডের খেলা। এই পর্ব শেষেই চূড়ান্ত হয়ে যাবে শেষ ১৬। বুধবার গ্রুপ সি ও ডি-র মোট চারটি ম্যাচ। প্রি-কোয়ার্টারে পৌঁছতে মাঠে নামছে হট ফেভারিট আর্জেন্টিনা। গ্রুপের জটিল সমীকরণে পোল্যান্ডকে হারতে হবে মেসিদের। না হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। গ্রুপ টপ করতে মাঠে নামবে ফ্রান্স। নকআউটের আশায় অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সৌদি।
জটিল সমীকরণে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ অঙ্ক, পোল্যান্ডের বিরুদ্ধে জয় চাই মেসিদের, গ্রুপ টপ করাই টার্গেট ফ্রান্সের
জটিল সমীকরণে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ অঙ্ক, পোল্যান্ডের বিরুদ্ধে জয় চাই মেসিদের, গ্রুপ টপ করাই টার্গেট ফ্রান্সের
advertisement

একসঙ্গে নির্ধারণ হতে চলেছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি, মেক্সিকো, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য। গ্রুপ সি ও ডি-র মোট চারটি ম্যাচ বুধবার রাতে। এই দুই গ্রুপ থেকে কোন কোন দল শেষ ১৬-তে উঠবে? দুটি গ্রুপের সমীকরণ কী বলছে? কোন দল অ্যাডভান্টেজে দাঁড়িয়ে?

আরও পড়ুন- গোল তুমি কার? গোল নিয়ে বেঁধেছে যত গোলমাল! রেফারির সিদ্ধান্তের পরেও রোনাল্ডোর গোল চাই

advertisement

বুধবার রাত সাড়ে ১২টায় সব থেকে হাইভোল্টেজ ম্যাচ। কার্যত মাস্ট উইন ম্যাচে পোল্যান্ডের সামনে মেসিরা। গ্রুপ সি থেকে প্রি কোয়ার্টারে ওঠার লড়াইয়ে ৪ দলই দাবিদার। ২ ম্যাচে ৪ পয়েন্ট লেওয়ানডস্কিদের। মেসিদের বিরুদ্ধে ১ পয়েন্ট পেলেও পোল্যান্ডের সুযোগ থাকছে নকআউটে ওঠার। জিতলে তো গ্রুপ টপ নিশ্চিত। এমনকি হেরে গেলেও একটা সুযোগ থাকবে। তবে সে ক্ষেত্রে সৌদি-মেক্সিকো ম্যাচ ড্র হতে হবে। আর দেখতে হবে গোলপার্থক্যে যেন সৌদিরা টপকে না যায়। তবে পোল্যান্ডের বিরুদ্ধে মেসিদের জিততে হবে। কারণ একই সময় শুরু হওয়া সৌদি আরব-মেক্সিকো দুই দলের সামনেই কমবেশি সুযোগ রয়েছে। সৌদি জিতলে ৬ পয়েন্টে পৌঁছবে।

advertisement

আরও পড়ুন- চোটের পর এবার জ্বর, মাথাব্যথা ! নেইমারকে নিয়ে দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে, প্রি-কোয়ার্টার ফাইনালে আদৌ কি নামতে পারবেন?

মেক্সিকো জিতলে ৪ পয়েন্ট হবে। মেসিরা সরাসরি জিতলে গ্রুপ টপ করবে। ড্র করলে কঠিন হবে সমীকরণ। ছিটকে যাওয়ার সম্ভাবনাও থাকছে। তাই ড্র নয়, পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেতেই হবে মেসিদের।অন্যদিকে গ্রু ডি-এর সমীকরণ এতটা জটিল নয়। ২ ম্যাচ জিতে নক আউটে পৌঁছে গিয়েছে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দুর্বল তিউনিশিয়ার বিরুদ্ধে জিতে গ্রুপ টপ করাই লক্ষ্য এমবাপেদের। তবে গ্রুপের দ্বিতীয় দল কোনটি হবে তা নিয়ে জটিল অঙ্ক রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তিউনিশিয়া যদি অঘটন ঘটাতে পারে ফ্রান্সের বিরুদ্ধে, তাহলে দ্বিতীয় দল নিয়ে সমীকরণ জমে যাবে। ফ্রান্সের পর গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ রয়েছে প্রি-কোয়ার্টারে ওঠার। গ্রুপের শেষ ম্যাচে ডেনমার্ককে হারতে পারলে সহজেই নকআউটে উঠে যাবে অজিরা। ড্র হলেও অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়ার। তবে ডেনমার্ক জিতলে তারা উঠে যেতে পারে শেষ ১৬-তে। তিউনিশিয়া ফ্রান্সকে হারালে তাদের সামনে সুযোগও রয়েছে। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া-ডেনমার্ক ম্যাচ ড্র হতে হবে। আর তিউনিশিয়াকে বেশি গোলে ফ্রান্সকে হারাতে হবে। যা কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই গ্রুপের জোড়া ম্যাচ রাত সাড়ে আটটায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
জটিল সমীকরণে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ অঙ্ক, পোল্যান্ডের বিরুদ্ধে জয় চাই মেসিদের, গ্রুপ টপ করাই টার্গেট ফ্রান্সের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল