TRENDING:

Virat and Anushka: স্বামীর হেলমেটে সজোরে লাগল বল, আতঙ্কে শিউরে উঠলেন স্ত্রী অনুষ্কা, ভাইরাল বিরাটের ভিডিও

Last Updated:

Anushka Sharma Tensed For Virat Kohli: বিরাটের হেলমেটে বল লাগার পর অনুষ্কার নার্ভাস প্রতিক্রিয়া ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিরাট ও অনুষ্কার প্রেম বিয়ের আগেও যেমন মাখোমাখো ছিল, ঠিক তেমনিই বিয়ের এত বছর পরেও রয়েছে৷  অনুষ্কা শর্মা নিয়মিতই তাঁর তারকা ক্রিকেটার স্বামীকে উৎসাহিত করতে স্টেডিয়ামে হাজির থাকেন৷  শুক্রবার (২৩ মে) তিনি লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে হাজির ছিলেন অনুষ্কা। ২৩ মে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল বনাম সানরাইজার্স হায়দরাবাদের খেলা ছিল। এই ম্যাচে আরসিবিকে ৪২ রানে হারতে হয়৷  কিন্তু দিনটা ভাল ছিল না বিরাট কোহলির জন্য৷  ম্যাচ চলাকালীন এমন কিছু ঘটে যা দেখে অনুষ্কা শর্মা খুবই নার্ভাস হয়ে পড়েন।
অনুষ্কা শর্মা উঠলেন চমকে কী হল স্বামীর- Photo Courtesy- X account video grab
অনুষ্কা শর্মা উঠলেন চমকে কী হল স্বামীর- Photo Courtesy- X account video grab
advertisement

এই ম্যাচের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিন্তু সবচেয়ে আলোচিত মুহূর্তটি হল যখন বলটি বিরাট কোহলির হেলমেটে আঘাত করছে। যখন এভাবে বলটি প্রবল জোরে হেলমেটে লাগে তখন অনুষ্কা শর্মাকে দেখে বোঝা যাচ্ছিল- তিনি  ভীষণ নার্ভাস হয়ে পড়েছেন। অভিনেত্রীর সেই চিন্তার মুহূর্তটি ভাইরাল হচ্ছে।

নেটিজেনরাও অনুষ্কার উষ্মা বুঝতে পেরেছিলেন৷ বলটি এসে সজোরে বিরাট কোহলির হেলমেটে আঘাত করার সঙ্গে সঙ্গেই অনুষ্কা শর্মার প্রতিক্রিয়াও ছিল একেবারে চোখে পড়ার মতো৷ ক্যামেরায় পরিষ্কার দেখা যায় যে এই সময় অভিনেত্রী খুব নার্ভাস হয়ে পড়েছিলেন। আর অনুষ্কার এই ভয়ার্ত মুখের ভাব বুঝতে পারার পরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ভিডিও ক্লিপটি  ভাইরাল করে দেন৷

advertisement

অনুষ্কা চিন্তিত হয়ে যায়

ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, কোহলির হেলমেটে বল লাগার সঙ্গে সঙ্গে অনুষ্কা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ার ফটো সামনে চলে আসে। তাঁর মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। বিরাটের হেলমেটে বল লাগার পর একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনুষ্কার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিরাট কোহলির হেলমেটে বল লাগার পর আনুষ্কা শর্মা ভয় পেয়ে গিয়েছিলেন।’

advertisement

আরও পড়ুন – Shubman Gill Next Text Captain: সব জল্পনাই সত্যি সকলকে রেসে পিছনে ফেলে অধিনায়ক শুভমান গিল, আগরকর-গম্ভীররা রাখলেন না শামিকে

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর, প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিলেন

সম্প্রতি, বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন, যার পরে তিনি এবং অনুষ্কা প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিতে বৃন্দাবনে গিয়েছিলেন। কোহলি তাঁর অবসর পোস্টে লিখেছিলেন – ‘টেস্ট ক্রিকেটে আমার অভিষেকের পর ১৪ বছর হয়ে গেছে। এই ফর্ম্যাটটি আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে এবং এমন কিছু শিখিয়েছে যা সারা জীবন আমার সাথে থাকবে। সাদা পোশাকে মাঠে খেলা সবসময়ই বিশেষ হবে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, তবে এটি সঠিক বলে মনে হচ্ছে।

advertisement

অনুষ্কা শর্মার ‘চাকদা এক্সপ্রেস’-এর জন্য অপেক্ষা করছি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অনুষ্কা শর্মাকে শীঘ্রই ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে দেখা যাবে, যা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক। এই ছবিটি ছয় বছর পর তার চলচ্চিত্রে প্রত্যাবর্তনের চিহ্ন। তাঁকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সাথে ‘জিরো’ ছবিতে। ‘চাকদা এক্সপ্রেস’ নেটফ্লিক্সে মুক্তি পাবে, তবে তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat and Anushka: স্বামীর হেলমেটে সজোরে লাগল বল, আতঙ্কে শিউরে উঠলেন স্ত্রী অনুষ্কা, ভাইরাল বিরাটের ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল