TRENDING:

Anushka Sharma on Virat Kohli: বিরাট কোহলি ‘এই’ অবস্থায় খেলতে নেমেছিলেন, জানিয়ে দিলেন স্ত্রী অনুষ্কা

Last Updated:

কারণ হিসেবে তিনি নিজের স্টোরিতে লেখেন যে বিরাট এদিন নিজের শাপমোচনের ইনিংস খেলার সময় অসুস্থ অবস্থায় ব্যাট করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ:  বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা- মর্ডান দিনের হাজব্যান্ড -ওয়াইফ৷ তাঁদের কেমিস্ট্রি যেমন সকলের নজর কাড়ে তেমনিই তাঁদের একে অপরের জন্য প্রকাশ্যে স্বীকৃতি প্রদানও সকলকে মোটিভেট করে৷ তিন বছর তিন মাসের খরা কাটানোর পর মাঠেই নিজেই বিয়ের আংটিকে চুমু খেয়ে স্ত্রীকে স্বীকৃতি দেন৷ অন্যদিকে স্ত্রী অনুষ্কা স্টোরিতে লিখলেন তাঁর বর তাঁকে অনুপ্রাণিত করেন৷
স্বামীর বড় সিক্রেট আউট অনুষ্কা শর্মার
স্বামীর বড় সিক্রেট আউট অনুষ্কা শর্মার
advertisement

কারণ হিসেবে তিনি নিজের স্টোরিতে লেখেন যে বিরাট এদিন নিজের শাপমোচনের ইনিংস খেলার সময় অসুস্থ অবস্থায় ব্যাট করেন৷

অনুষ্কা শর্মা স্বামীকে কুর্নিশ জানালেন

২৪১ বলে শতরান, এরপরেই আহমেদাবাদ দেখল এক অন্য বিরাট কোহলিকে৷ তাঁর ঝকঝকে , ক্লাসিক ও অথচ ধামাকাদার ব্যাটিং দেখে পয়সা উসুল রবিবার হয়ে গেলে ক্রিকেটপ্রেমীদের৷ একবার মনে হচ্ছিল ২০১৭-র পর এবার ফের দ্বিশতরানই করে ফেলবেন বিরাট কোহলি কিন্তু ১৮৬ তেই থামতে হল কিংকে৷

advertisement

আরও পড়ুন -  ১০০ তে থামলেন না কিং কোহলি, ঝড়ের গতিতে ‘বিরাট’ রানের ইনিংস বিরাটের, কুর্নিশ কোহলি

সব ফর্ম্যাট মিলিয়ে ৭৫ টি শতরান৷ ফের ব্যাক কিং কোহলি৷ তবে এই বিরাট কোহলি যেন এক অন্য মানুষ৷  ইনিংস গোছানো থেকে সেলিব্রেশন সবতেই এক সংযত পরিণত মানুষ৷ তাঁর এদিনের সেলিব্রেশনের ভিডিও এই মুহূর্তে নেটদুনিয়ার ভাইরাল ভিডিও৷

advertisement

৩ বছরের বেশি সময়ে বাদে টেস্টে শতরান পেলেও ব্যাট তুলে ধরেন৷ চুমু খান নিজের বিয়ের আংটিতে, মুখ আকাশের দিকে হালকা তুলে ইশ্বরকে ধন্যবাদ জানান৷

লম্বা খরার অবসান শেষে হল বৃষ্টি৷ রানের বৃষ্টি৷ বিরাট কোহলি শনিবার দিন আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে অর্ধশতরান করে ১৪ মাসের অর্ধশতরানের খরা কাটিয়েছিলেন৷ আর রবিবার দিন শতরান এল ২০১৯-র ২২ নভেম্বরের পর৷ তিন বছর ৩ মাস ১৭ দিনের রুদ্ধশ্বাস অপেক্ষার পর তাঁর ব্যাটে ফের জ্বলওয়া, কিং কোহলি ইজ ব্যাক৷ এদিনের বিরাট কোহলির ইনিংস থামল ৩৬৪ বলে ১৮৬ রানে৷ তাঁর ইনিংস  সাজানো ১৫ টি চার দিয়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন ১৮৬ রানের ইনিংস থামে মার্ফির বলে৷ লাবুসেন তাঁর ক্যাচ নেন৷ বিরাট কোহলি রবিবার শতরান করলেন৷ এদিনের তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার দিয়ে৷  এই পরিসংখ্যানই বলে দেয় কতটা ধৈর্য্য ধরে নিজের শতরানের দিকে এগিয়েছেন কোহলি৷ কিং কোহলির টেস্টে এটি ২৮তম শতরান৷ এদিন টেস্টে নিজের ২৮ তম শতরান করে নিলেন বিরাট কোহলি৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Anushka Sharma on Virat Kohli: বিরাট কোহলি ‘এই’ অবস্থায় খেলতে নেমেছিলেন, জানিয়ে দিলেন স্ত্রী অনুষ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল