সেখানে দেখা যাচ্ছে প্রথমে হেঁটে যাচ্ছেন অনুষ্কা। পাহাড়ি রাস্তায় ট্রেক করছেন। পেছনে বিরাট কোহলি। কাঁধে মেয়ে ভামিকা একটি বেবি ক্যারিয়ারে। এরপর দেখা যাচ্ছে পাথরে নদীতে মেয়েকে হাতে করে জলস্পর্শ করতে সাহায্য করছেন কোহলি। মুহূর্তের মধ্যে ভক্তরা প্রচুর লাইক দিয়েছেন।
আরও পড়ুন - প্রকাশ্যে নাচ এবং চুম্বন! ইরানে এবার ১০ বছরের জন্য জেলে যেতে হল যুগলকে
advertisement
তবে মেয়ের মুখ দেখা যাচ্ছে না ছবিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ছিলেন কোহলি। তার আগে লঙ্কার বিরুদ্ধেও ছিলেন। দুর্দান্ত ছন্দ ব্যাট করেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি নেই। সোজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে চলে টেস্ট সিরিজে নামবেন।
ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে হলে বিরাট কোহলিকে পারফর্ম করতে হবে তাতে সন্দেহ নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সবসময় পারফর্ম করেছেন অতীতে। কিছুদিন আগে ছিলেন বৃন্দাবনে। নৈমিতালয়ের কাজে নিম করলি বাবার আশ্রমেও সময় কাটাতে দেখা গিয়েছিল তাকে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মানসিক এবং শারীরিকভাবে ফ্রেশ হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবেন কিং কোহলি।