সম্প্রতি বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। তার পর অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় স্বামীর জন্য পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, কোহলির সবচেয়ে বড় ফ্যান তিনি।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি ডেটিংয়ের দিনগুলোতেও একে অপরকে সমর্থন জোগাতেন। ২০১৭ সালে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। দুজনেই একটি প্রাইভেট সেরেমনিতে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন।
advertisement
আরও পড়ুন- অর্ধেক আইপিএল শেষ! প্লে-অফে তিন দল! ‘ফাঁকা’ আর একটা জায়গা! ‘আশা’ তিন দলের
২০২০ সালে Vogue India-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনুষ্কা শর্মা জানিয়েছিলেন, বিয়ের প্রথম ৬ মাসে তিনি স্বামী বিরাট কোহলির সঙ্গে মাত্র ২১ দিন সময় কাটাতে পেরেছিলেন।
অভিনেত্রী বলেছিলেন, ‘লোকজন মনে করে, যখন আমি বিরাটের সাথে দেখা করতে যাই বা ও আমার সাথে দেখা করতে আসে, তখন সেটা ছুটি হয়, কিন্তু আদতে তা নয়। আমাদের দুজনের মধ্যে একজন সবসময় কাজ করছি। বিয়ের প্রথম ৬ মাসে আমরা মাত্র ২১ দিন একসাথে কাটিয়েছি। আমি বিদেশে ওর সঙ্গে দেখা করতে গেলে একে অপরের সাথে একটু সময় কাটাতে পারি। আমরা দুজন অন্তত একবারের খাবার একসঙ্গে খাবার খেতে পারি।’
এর আগে অনুষ্কা শর্মা সম্পর্কে কথা বলতে গিয়ে বিরাট কোহলি তার পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর জীবনে অনেক পরিবর্তন এনেছেন অনুষ্কা। অনুষ্কা আসার পর থেকেই তাঁর জীবনে সুখের জোয়ার এসেছে। অভিনেত্রীর সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, তারা দুজন একে অপরকে চেনার চেষ্টা করে চলেছেন সব সময়।