TRENDING:

এই প্রথম শ্যুটিংয়ের ভিডিয়ো প্রকাশ্যে, ঝুলনের বেশে চাকদহ এক্সপ্রেসে নজর কাড়লেন অনুষ্কা

Last Updated:

Anushka Sharma share glimpse of shooting video for chakda express. শ্যুটিংয়ের ভিডিয়ো প্রকাশ্যে, ঝুলনের বেশে চাকদহ এক্সপ্রেসে নজর কাড়লেন অনুষ্কা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতের মহিলা দলের তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা। এই খবর সকলেরই জানা। সদ্য ইন্সটাগ্রামে 'চাকদা এক্সপ্রেস'-এর তৈরির একখানা ঝলক তুলে ধরেছেন বিরাটপত্নী অনুষ্কা। নেটফ্লিক্সে শীঘ্রই মুক্তি পাবে ঝুলনের বায়োপিক।
ঝুলনের সাজে চমকে দিলেন অনুষ্কা
ঝুলনের সাজে চমকে দিলেন অনুষ্কা
advertisement

আরও পড়ুন - পাকিস্তানি পেসারের অনুরোধ রাখলেন বিরাট, কোহলির কোন উপহার পেয়ে আত্মহারা রউফ ?

দীর্ঘদিন কোনও সিনেমা করেননি অনুষ্কা। শেষ বার শাহরুখ খান এবং ক্যাটরিনা কইফের সঙ্গে ‘জিরো’ সিনেমা মুক্তি পায় প্রেক্ষাগৃহে। তার পর ‘বুলবুল’ মুক্তি পায় ওটিটি-তে। তার পরে মাতৃত্বের কারণে সিনেমা থেকে অনেকটাই দূরে সরে যান।

advertisement

সব ঠিক থাকলে হয়তো আগামী বছরেই মুক্তি পেতে চলেছে ‘চাকদহ এক্সপ্রেস’, যে সিনেমা তৈরি হয়েছে ঝুলন গোস্বামীর জীবন নিয়ে। সেই সিনেমার শ্যুটিংয়ের কিছু অংশ নেটমাধ্যমে প্রকাশ করলেন অনুষ্কা শর্মা। ঝুলনের জীবনীচিত্রে নামভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা।

সেই সিনেমার কিছু অংশ তুলে ধরেছেন তিনি। ছবি পরিচালক প্রসিত রায় সিনেমা সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। বিরাট-ঘরনী এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়েছে। বিরাট কোহলী এবং ঝুলন, দু’জনেই হৃদয়ের ইমোজি দিয়েছেন ভিডিয়োয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

সেটে এবং মাঠে তাঁর শ্যুটিংয়ের দৃশ্য, সতীর্থদের সঙ্গে নাচ এবং কঠোর অনুশীলনের দৃশ্যও উঠে এসেছে। বর্তমানে এই সিনেমাটির জন্য কড়া ট্রেনিংয়ের মধ্যে রয়েছেন অনুষ্কা। ইংল্যান্ডের লিডসে অনুশীলন করছেন তিনি।

বাংলা খবর/ খবর/খেলা/
এই প্রথম শ্যুটিংয়ের ভিডিয়ো প্রকাশ্যে, ঝুলনের বেশে চাকদহ এক্সপ্রেসে নজর কাড়লেন অনুষ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল