সাপ্লাই লাইন নিয়ে বিরাটের সঙ্গে আলোচনার জন্য কুম্বলে সঙ্গে পেয়ে যাচ্ছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়কে ৷ রবিবারের বৈঠকে উপস্থিত থাকবেন তিনিও ৷ থাকছেন ওয়ান ডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং নির্বাচক কমিটির সদস্যরাও ৷ জুনিয়র স্তরে কীভাবে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা যায় ৷ যা ভারতের সিনিয়র দলেরও কাজে লাগবে ৷ সেটাই এখন মূল লক্ষ্য দলের নতুন হেড কোচ কুম্বলের ৷
advertisement
কুম্বলের এই চিন্তাভাবনা থেকেই পরিষ্কার ৷ ভারতীয় দলের সাফল্যের জন্য তিনি প্রত্যেকের পরামর্শকে কাজে লাগাতে চাইছেন ৷ বিদেশের মাটিতে ভারতীয়দের পারফরম্যান্সের উন্নতি এখন পাখির চোখ কুম্বলের ৷ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই সেই কাজটা শুরু করে দিতে চান তিনি ৷
এদিকে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে অনিল কুম্বলের সংস্থার শেয়ার আগেই ছেড়ে দিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সব সম্ভাবনাই উড়িয়ে দিয়েছে বোর্ড। বিসিসিআই-এর পক্ষ থেকে সচিব অজয় শির্কে জানিয়েছেন, ‘‘লক্ষ্মণ বিসিসিআইকে জানিয়েছে যে ও ওই সংস্থার সব শেয়ার বিক্রি করে দিয়েছে। গত মার্চে ওই সংস্থার পাঁচ শতাংশ শেয়ার ছিল লক্ষ্মণের কাছে। এবং তার সঙ্গে এটাও ঘোষণা করে দিয়েছিলেন যে ওই সংস্থার সঙ্গে তাঁর আর কোনও সম্পর্ক নেই। এই কমিটি কাজ শুরুর আগেই লক্ষ্মণ সরে দাঁড়িয়েছিলেন এই সংস্থা থেকে।’’