আইপিএলের আগে নিজের ন্যুড সেলফি পোস্ট চাঞ্চল্য সৃষ্টি করেছেন কলকাতা নাইট রাইডার্স-এর তারকা রাসেল। তিনি সম্পূর্ণ নগ্ন হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। তাঁকে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন- আর্জেন্টাইন হয়েও রোনাল্ডোর ভক্ত! মেসির নির্দেশেই বিশ্বকাপ থেকে বাদ তরুণ স্ট্রাইকার?
৩৪ বছর বয়সী আন্দ্রে রাসেল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নগ্ন সেলফি আপলোড করেছেন। একটি ওয়ার্ডরোব সেকশনে এই ছবিটি তুলেছেন তিনি। আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন রাসেল। ইমোজির সাহায্যে গোপনাঙ্গ লুকিয়ে রাখলেও ওই সেলফি সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। রাসেলের এই ছবি এখন ভাইরাল হচ্ছে ইন্টারনেটে।
advertisement
রাসেলকে সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরশুমের (IPL-2023) আগে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে। এই অভিজ্ঞ ডানহাতি অলরাউন্ডার বরাবরই মাঠ ও মাঠের বাইরে বেপরোয়া। ওই ছবিতে তাঁর সিক্স প্যাক অ্যাবস দেখা যাচ্ছে। এই ছবির ক্যাপশনে রাসেল লিখেছেন, 'করো বেশি, বলো কম!!!'
আন্দ্রে রাসেলের এই নগ্ন সেলফিতে প্রচুর কমেন্ট পড়েছে। পরে তিনি ছবিটি সরিয়ে ফেলেন। তবে ততক্ষণে সেটি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়ে গিয়েছে। রাসেলকে বলিউড তারকা রণবীর সিংয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। রণবীরও কিছুদিন আগে তাঁর নগ্ন ফটোশুটের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছিলেন।
আরও পড়ুন- কাতার বিশ্বকাপে দেখা যাবে না একাধিক তারকাদের, মিস করবে ফুটবল প্রেমীরা
রাসেলকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে গণ্য করা হয়। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর মোট রান ৭১০০-র বেশি। এই ফরম্যাটে তিনি নিয়েছেন ৩৮১ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৫৬টি ওয়ানডে, ৬৭টি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তিনি ১০৩৪ রান করেছেন। ৭০টি উইকেটও নিয়েছেন। টি২০ আন্তর্জাতিক ফরম্যাটে তিনি ৭৪১ রান করেছেন। নিয়েছেন ৩৯টি উইকেট।