ম্যাচ চলাকালীন ভুভুজেলা বাজিয়ে উপভোগ করতে দেখা গিয়েছিল চারুলতাকে৷ আমুলের বিজ্ঞাপনী পোস্টারে সেই একই ভঙ্গিমায় ফুটে উঠেছেন চারুলতা৷ অ্যাডের ক্যাপশন, গ্র্যান্ডমাদার ইন্ডিয়া৷
নতুন পোস্টারের ছবি দিয়ে আমুল ইন্ডিয়ার তরফে ট্যুইট করা হয়েছে৷ ম্যাচ জেতার পর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ফ্যানদের ধন্যবাদ জানানোর সময়ও বিশেষ ভাবে উল্লেখ করেন চারুলতা পটেলের নাম৷ লেখেন, "আমাদের পাশে থাকার জন্য ফ্যানদের ধন্যবাদ৷ তবে বিশেষ ধন্যবাদ চারুলতা পটেলজিকে৷ ৮৭ বছর বয়সেও উনি আমার দেখা দেশের সবচেয়ে উৎফুল্ল ফ্যান৷ বয়স শুধুই একটা সংখ্যা৷ ওঁর আশীর্বাদ নিয়েই পরের ম্যাচ খেলতে নামবো৷"
advertisement
ভালবাসা পেয়ে উৎফুল্ল চারুলতাও৷ জানান, "আমি ভগবানে বিশ্বাসের জন্যই সব সম্ভব হয়৷ আমি যা প্রার্থনা করি তা সত্যি হয়ে যায়৷ ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালও আমি স্টেডিয়ামে বসে দেখেছি৷ ওরা জেতার পর এত গর্ব হয়েছিল আমি আনন্দে নাচতে শুরু করেছিলাম৷ ১৯৭৫ সালে যখন আফ্রিকা থেকে এদেশে আসি, তখন থেকে খেলা দেখা শুরু করি৷ যখন কাজ করতাম তখন টিভিতে দেখার সময় পেতাম না৷ এখন আমার অবসর৷ তাই এখন মাঠে এসে খেলা দেখার সুযোগ পাই৷"