TRENDING:

Paris Olympics 2024: ভেঙে ফেললেন পি ভি সিন্ধুর রেকর্ড, অলিম্পিক্সে কোন নজির গড়লেন আমন?

Last Updated:

এই অনবদ্য জয়ের মাধ্যমে তিনি পিছনে ফেলে দিলেন আরেক অলিম্পিক্সে পদক জয়ী শাটলার পি ভি সিন্ধুকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্যারিস: কুস্তিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস রচনা করলেন আমন শেহরাওয়াত। কনিষ্ঠ ভারতীয় হিসাবে প্রথম ব্রোঞ্জ জিতলেন আমন। শেহরাওয়াত নিজের প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর ডামিয়েন টোই ক্রুজ। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে ষষ্ঠ সোনা নিয়ে আনেন আমন।
আমন শেহরাওয়াত
আমন শেহরাওয়াত
advertisement

এই অনবদ্য জয়ের মাধ্যমে তিনি পিছনে ফেলে দিলেন আরেক অলিম্পিক্সে পদক জয়ী শাটলার পি ভি সিন্ধুকে।

আমন নিজে ২১ বছর ২৪ দিনের মাথায় ভারতের হয়ে এই ব্রোঞ্জ পদক জয় করেন অন্য দিকে, ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ২০১৬ সালের রিও অলিম্পিক্সে যখন রুপো জেতেন তখন তাঁর বয়স ছিল, ২১ বছর ১ মাস ১৪ দিন। এরপর যখন ২০২০ সালে টোকিওতে যখন তিনি ব্রোঞ্জ জেতেন তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। এখনও পর্যন্ত তিনিই ছিলেন সবথেকে কনিষ্ঠ সেরা অলিম্পিয়ান।

advertisement

আরও পড়ুন: প্যারিসে উড়ল তিরঙ্গা,২০০৮ থেকে শুরু ধারা বজায় রেখে কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আমন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু, সেই রেকর্ড ভেঙে দিলেন আমন। পুয়ের্তো রিকোর প্রতিপক্ষের উপর শুরু থেকেই চাপ বজায় রেখেছিলেন আমন। ম্যাচের শুরু থেকেই নিজের জমি আঁকড়ে লড়ে গেছিলেন আমন। ১৩-৫ স্কোরে রীতিমত দুরমুশ করে ব্রোঞ্জ ছিনিয়ে নেন আমন। ভারতের হয়ে ষষ্ঠ পদক আনলেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Paris Olympics 2024: ভেঙে ফেললেন পি ভি সিন্ধুর রেকর্ড, অলিম্পিক্সে কোন নজির গড়লেন আমন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল