এই অনবদ্য জয়ের মাধ্যমে তিনি পিছনে ফেলে দিলেন আরেক অলিম্পিক্সে পদক জয়ী শাটলার পি ভি সিন্ধুকে।
আমন নিজে ২১ বছর ২৪ দিনের মাথায় ভারতের হয়ে এই ব্রোঞ্জ পদক জয় করেন অন্য দিকে, ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু ২০১৬ সালের রিও অলিম্পিক্সে যখন রুপো জেতেন তখন তাঁর বয়স ছিল, ২১ বছর ১ মাস ১৪ দিন। এরপর যখন ২০২০ সালে টোকিওতে যখন তিনি ব্রোঞ্জ জেতেন তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। এখনও পর্যন্ত তিনিই ছিলেন সবথেকে কনিষ্ঠ সেরা অলিম্পিয়ান।
advertisement
আরও পড়ুন: প্যারিসে উড়ল তিরঙ্গা,২০০৮ থেকে শুরু ধারা বজায় রেখে কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আমন
কিন্তু, সেই রেকর্ড ভেঙে দিলেন আমন। পুয়ের্তো রিকোর প্রতিপক্ষের উপর শুরু থেকেই চাপ বজায় রেখেছিলেন আমন। ম্যাচের শুরু থেকেই নিজের জমি আঁকড়ে লড়ে গেছিলেন আমন। ১৩-৫ স্কোরে রীতিমত দুরমুশ করে ব্রোঞ্জ ছিনিয়ে নেন আমন। ভারতের হয়ে ষষ্ঠ পদক আনলেন তিনি।