গোটা ক্রিকেট বিশ্বে প্রথম শ্রেণির ক্রিকেটে এই নজির রয়েছে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার গ্রেমি পোলকের৷ তিনিও প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০০ রান করতে নিয়েছিলেন ১৬টি ইনিংস৷
বিজয় হাজারে ট্রফির সেমি ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে বিদর্ভের হয়ে ১২২ বলে ১৩৮ রান করেন মোখাড়ে৷ তাঁর এই ম্যাচ জেতানো শতরানেই শক্তিশালী কর্ণাটককে পরাজিত করে বিজয় হাজারে ট্রফির ফাইনালে জায়গা করে নেয় বিদর্ভ৷
advertisement
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছে মোখাড়ে৷ রঞ্জি ট্রফির প্রথম ভাগে ৭টি ইনিংসে ৫৭৭ রান করেছেন মোখাড়ে৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বিদর্ভের হয়ে সর্বোচ্চ রান করেছেন এই ওপেনার৷ ১৫৭.২৫ স্ট্রাইক রেটে ২০৬ রান করেন তিনি৷ তার পর বিজয় হাজারে ট্রফিতে নেমে ৯ ইনিংসে ৯৭.৬২ স্ট্রাইক রেটে ৭৮১ রান করেছেন তিনি৷ এই মরশুমে ইতিমধ্যেই ৮টি শতরান এবং ৫টি অর্ধ শতরান হয়ে গিয়েছে মোখাড়ের৷
বিজয় হাজারে ট্রফির সেমি ফাইনালে প্রথমে ব্যাট করে ২৮০ রান তোলে কর্ণাটক৷ রান তাড়া করতে নেমে মোখাড়ের শতরানে ভর করেই সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বিদর্ভ৷
