TRENDING:

এবার কলকাতা ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং! সাসপেন্ড একাধিক ফুটবলার ও কোচ

Last Updated:

এবার কলকাতা ময়দানে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ম্যাচে গড়াপেটার অভিযোগ মেসারার্স ও খিদিরপুরের ক্লাবের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবার কলকাতা ময়দানে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে ম্যাচে গড়াপেটার অভিযোগ মেসারার্স ও খিদিরপুরের ক্লাবের বিরুদ্ধে। এই খবর সামনে আসতেই তোলপাড় ময়দানি বটতলায়। ইতিমধ্যেই ঘটনার কড়া পদক্ষেপ নিয়েছে আইএফএ। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সাসপেন্ড করা হয়েছে অভিযুক্তদের।
News18
News18
advertisement

মেসারার্স ক্লাবের ফুটবলার মুসলিম মোল্লা ও সান্নিক মুর্মু এবং সহকারী কোচ রাজীব দে এবং খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবলার অভীক গুহর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। ঘটনায় আইএফএ-এর ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি প্রাথমিকভাবে খতিয়ে দেখে বিষয়টির তদন্তভার কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Rishabh Pant: চোটের কারণে মাঠ ছেড়েছেন পন্থ, তার আগেই গড়েছেন এমন বিশ্বরেকর্ড, যা বিশ্বের কোনও উইকেটকিপার পারেনি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

অভিযুক্ত ফুটবলার ও সহকারী কোচকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। যতদিন পর্যন্ত কলকাতা পুলিশের রিপোর্ট পাওয়া যাবে ততদিন এই সাসপেনশন বহাল থাকবে। মেসারার্স ক্লাব ও খিদিরপুর স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আসায় সংশ্লিষ্ট দুটি ক্লাবকেও শোকজ করা হল। দুই ক্লাবে উত্তর সন্তোষজনক না হলে আইএফএ পরর্বতী পদক্ষেপ গ্রহণ করবে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
এবার কলকাতা ফুটবল লিগে ম্যাচ ফিক্সিং! সাসপেন্ড একাধিক ফুটবলার ও কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল