পয়েন্টের টেবিলে যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনও ইঙ্গিত নেই। ৯ ম্যাচে ১০ পয়েন্টে প্লে-অফের লড়াইয়ে ভালোমতোই রয়েছে আরসিবি। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে দিল্লির সংগ্রহ ৬ পয়েন্ট। অলৌকিক কিছু না হলে এই পরিস্থিতি থেকে ডেভিড ওয়ার্নারের দলের প্রথম চারের মধ্যে থাকা অসম্ভব। আইপিএলের চলতি আসরে দু’দলের একমাত্র সাক্ষাতেও ফাফ ডু’প্লেসিদের কাছে হেরেছে দিল্লি।
advertisement
আরও পড়ুন – KKR: কেকেআরের সেরা বোলার! তার হাত ধরেই অসাধ্য সাধনের স্বপ্ন দেখছে শাহরুখের দল
তবে শেষ ম্যাচে নাটকীয়ভাবে গুজরাত টাইটান্সকে হারিয়েছে ক্যাপিটালসরা। অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা ও বাঁহাতি খলিল আহমেদের বড় ভূমিকা ছিল সেই জয়ে। এই দু’জনের পাশাপাশি অ্যানরিখ নর্তজের উপস্থিতিও ওজন বাড়াচ্ছে পেস আক্রমণের। দিল্লির স্পিন আক্রমণে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ছন্দে রয়েছেন। তবে চিন্তা ব্যাটিং নিয়েই।
অধিনায়ক ওয়ার্নার গত তিন ম্যাচে রান পাননি। তাঁর স্ট্রাইক রেট নিয়েও রয়েছে প্রশ্ন। অবশ্য বাকিদের অবস্থা আরও খারাপ। ফিল সল্ট, মিচেল মার্শ, রিলি রোসোউয়ের মতো বিদেশি ব্যাটাসম্যানরা ব্যর্থ। পৃথ্বী সাউ, মণীশ পাণ্ডে, প্রিয়ম গর্গের মতো ভারতীয়রাও রান পাচ্ছেন না। ব্যাঙ্গালোরের ব্যাটিংয়ের স্তম্ভ হলেন দুই ওপেনার। অধিনায়ক ডু’প্লেসির ব্যাটে এসেছে ৪৬৬ রান।
কোহলি করেছেন ৩৬৪। তিনে গ্লেন ম্যাক্সওয়েলও রয়েছেন ফর্মে। তবে মিডল অর্ডারে দীনেশ কার্তিক, মহীপাল লোমরোর, শাহবাজ আহমেদরা কেউ রান পাচ্ছেন না। আসলে আজকের ম্যাচটা সৌরভের দিল্লির কাছে একটা প্রতিশোধ ম্যাচ। তিনি নিজে ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কথা বলে মোটিভেট করছেন। দিল্লির ছেলে বিরাট কোহলি। আজ তার ডেরায় ঢুকে সৌরভের দল বাজিমাত করতে পারে কিনা সেদিকে নজর থাকবে সকলের। তবে এই ম্যাচের ইউএসপি যে আবার সেই সৌরভ বনাম কোহলি, তাতে সন্দেহ নেই।