ছটি ডেলিভারি করবেন তিনি। তাঁর একটা ডেলিভারি ছুঁয়ে দিলেই বাইক উপহার। পাকিস্তানের এক অভিনেতার সঙ্গে এমনই চ্যালেঞ্জ নিয়ে বসলেন আখতার। প্রথমে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল সোস্যাল মিডিয়ায়। আচমকাই কথায় কথায় চ্যালেঞ্জ দিয়ে ফেললেন শোয়েব। তিনি লিখলেন, ছটা ডেলিভারি খেলে দিলে একটা মোটরসাইকেল তোমার। পাক অভিনেতা সৈয়দ বুখারি আবার এক স্টেপ এগিয়ে খেললেন। তিনি লিখলেন, একটা করে বল মিস করলে একটা করে মোটরসাইকেল তিনি আখতারকে গিফট দেবেন। এর পর শোয়েবও আর পিছনে সরেননি। তিনি লেখেন, বাহ্, ব্য়াপারটা সিরিয়াস পর্যায় চলে গিয়েছে। এমনটা যদি হয় তা হলে আমিও যে কটা ডেলিভারি তুমি খেলে দেবে ততগুলো মোটরসাইকেল গিফট করে দেব।
advertisement
ব্যাপারটা কি শুধু মুখের কথায় থেকে যাবে! নাকি দুজনের মধ্যে সত্যিই মাঠে লড়াই হবে! কারণ, শোয়েব আখতার ইতিমধ্যে জানতে চেয়েছেন, কবে হবে মাঠের লড়াই! তবে পাক অভিনেতার তরফে কোনও তারিখ আর জানানো হয়নি। তবে পাকিস্তান ক্রিকেটের ভক্তরা দেশের দুই প্রথম সারির তারকার বাকযুদ্ধ দেখে বেশ উত্সাহ পেয়েছেন। একজন ক্রিকেটারের খোলা চ্যালেঞ্জ গ্রহণ করে কি মাঠে নামবেন অভিনেতা! শোয়েব আখতারের মতো পেসারের ছটা ডেলিভারি খেলে দেওয়া কিন্তু চাট্টিখানি কথা নয়। তা ছাড়া শোয়েব এখনও রীতিমতো ঘাম ঝড়ান। তিনি ক্রিকেটেই আছেন। আর তাঁর পেস নিয়ে তো নতুন করে কিছু বলার নেই।