ইনস্টায় পোস্ট করা ছবিতে আকাশদীপ লিখেছেন, ”অবশেষে জীবনের একটা স্বপ্নপূরণ হল। গাড়ির চাবি হাতে পেলাম। যাঁরা আমার কাছের জন, তাঁদের সঙ্গেই এই মুহূর্তটা থেকে গেল।” কালো রঙয়ের ‘টয়োটা ফরচুনার’ কিনেছেন তিনি। এই গাড়ির টপ মডেলের দাম প্রায় ৬২ লাখ টাকা। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব অভিনন্দন জানিয়ে লিখেছেন, ”অনেক অভিনন্দন।”
advertisement
আর এবার সেই গাড়ি নিয়েই বেজায় সমস্যায় আকাশ দীপ। তিন দিন আগে নতুন গাড়ি কিনেছেন ভারতীয় পেসার। এর মধ্যে সরকারের তরফে নোটিস পাঠানো হয়েছে তাঁকে। কিছু শর্তপূরণ হওয়ার আগে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না আকাশ। সেইসব নিয়ম না মানলে গাড়ি বাজেয়াপ্ত হতে পারে।
আরও পড়ুন- অনেক বছর পর…! বাংলার এক ক্রিকেটারকে ভারতীয় দলে নেওয়ার দাবি সৌরভের! শুনবে কি বোর্ড?
আসলে বাংলার পেসার যে শো-রুম থেকে গাড়ি কিনেছেন, মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই শো-রুম আগামী এক মাস কোনও গাড়ি বিক্রি করতে পারবে না। আকাশদীপের গাড়ির রেজিস্ট্রেশনই হয়নি এখনও। ‘হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট’ (এইচএসআরপি) হওয়ার কথা। সেটাও এখনও হয়নি। আগামী ১৪ দিনের মধ্যে ওই সংস্থাকে জবাব দিতে হবে।
রেজিস্ট্রেশন হওয়ার আগেই আকাশদীপ গাড়ি ব্যবহার করছেন বলে জানা যাচ্ছে। তাঁকে সেই ব্যাপারে সরকার চিঠি দিয়ে জানিয়েছে। রেজিস্ট্রেশন হওয়ার আগে গাড়ি রাস্তায় নামানো যায় না। আকাশ দীপ সেই ভুল আবার করলে সরকার গাড়ি বাজেয়াপ্ত করতে পারে বলেও জানা যাচ্ছে।