আকাশ দীপের এই ইনিংস বিশেষ, কারণ তার আগে আকাশ দীপের প্রথম-শ্রেণির ব্যাটিং গড় ছিল মাত্র ১১.৪৮। তবুও তিনি ইংল্যান্ডে চারে ব্যাট করে হাফ-সেঞ্চুরি করা সচিন, কোহলি ও গিলের মতো ব্যাটসম্যানদের পাশে নাম লেখান। এছাড়াও, ২০১১ সালের পর তিনিই প্রথম ভারতীয় নাইটওয়াচম্যান যিনি ইংল্যান্ডে টেস্টে হাফ-সেঞ্চুরি করলেন।
advertisement
এর আগেই এজবাস্টনে বল হাতে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন আকাশ দীপ। তিনি ১০ উইকেট নিয়ে ভেঙেছেন চেতন শর্মার দীর্ঘদিনের রেকর্ড। এর ফলে তিনি ইংল্যান্ড সফরে একটি ম্যাচে হাফ-সেঞ্চুরি ও ১০ উইকেট নেওয়া মাত্র ১২তম ক্রিকেটার হন। এই তালিকায় রয়েছে ওয়ার্ন, হ্যাডলি, ইমরান খানের মতো কিংবদন্তিরা।
আরও পড়ুনঃ IND vs ENG: ওভালে প্রথম ইনিংসে বিরলতম বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় দল, যা এর আগে কখনও হয়নি!
আকাশ দীপ ওপেনার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন, যা চলতি সিরিজের ১৮তম শতরান-জুটি। ২০০০ সালের পর এটিই কোনো টেস্ট সিরিজে সর্বোচ্চ শতরান পার্টনারশিপের রেকর্ড। এই ব্যাটে-বলের যুগলবন্দীতে আকাশ দীপ প্রমাণ করেছেন, তিনিই ভারতের টেস্ট দলে লম্বা রেসের ঘোড়া।