IFA কে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই আয়োজন করা হয়েছে বলেই শুধু থামেননি তিনি আরও বলেন, ১৬ অগাস্টের-র পর ভারতীয় ফুটবলের আরও একটা কালো দিন। গুরুতর অভিযোগ আইএফএ সচিব অনির্বাণ দত্তের৷
প্রাইভেট এজেন্সি এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল তাই এআইএফএফের এই ধরনের ব্যর্থতায় কোনও দায় নেই বলে নিজেদের সাম্প্রতিক সোশ্যাল হ্যান্ডেলের পোস্টে জানিয়ে দিয়েছে৷
advertisement
এদিকে শতদ্রু গ্রেফতার হওয়ায় মেসির অন্যান্য শহরের সফর প্রশ্নের মুখে। কারণ পুরো সফরের মূল উদ্যোক্তাই তিনি ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, সচিনের সঙ্গে দেখা করানোর কথা ছিল। এমনকি আদানির সঙ্গে ব্যক্তিগত মিট করারও কথা ছিল বলে খবর। হায়দরাবাদ মুম্বই ও দিল্লিতে অনুষ্ঠান হওয়ার কথা।
এদিকে অনুষ্ঠান বাতিল হওয়ার পাশাপাশি কলকাতা পুলিশ শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে৷ গোটা অনুষ্ঠানের ব্যর্থতার দায় মাথায় নিয়ে আয়োজকদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে পুলিশ৷
