Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ

Last Updated:
1/5
কলকাতা: শতদ্রু গ্রেফতার হওয়ায় মেসির অন্যান্য শহরের সফর প্রশ্নের মুখে। কারণ পুরো সফরের মূল উদ্যোক্তাই তিনি ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, সচিনের সঙ্গে দেখা করানোর কথা ছিল। এমনকি আদানির সঙ্গে ব্যক্তিগত মিট করারও কথা ছিল বলে খবর। হায়দরাবাদ মুম্বই ও দিল্লিতে অনুষ্ঠান হওয়ার কথা।
কলকাতা: শতদ্রু গ্রেফতার হওয়ায় মেসির অন্যান্য শহরের সফর প্রশ্নের মুখে। কারণ পুরো সফরের মূল উদ্যোক্তাই তিনি ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, সচিনের সঙ্গে দেখা করানোর কথা ছিল। এমনকি আদানির সঙ্গে ব্যক্তিগত মিট করারও কথা ছিল বলে খবর। হায়দরাবাদ মুম্বই ও দিল্লিতে অনুষ্ঠান হওয়ার কথা।
advertisement
2/5
এদিকে অনুষ্ঠান বাতিল হওয়ার পাশাপাশি কলকাতা পুলিশ শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে৷ গোটা অনুষ্ঠানের ব্যর্থতার দায় মাথায় নিয়ে আয়োজকদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে পুলিশ৷
এদিকে অনুষ্ঠান বাতিল হওয়ার পাশাপাশি কলকাতা পুলিশ শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে৷ গোটা অনুষ্ঠানের ব্যর্থতার দায় মাথায় নিয়ে আয়োজকদের টাকা ফেরত দেওয়ার কথা বলেছে পুলিশ৷
advertisement
3/5
এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানান,   ‘‘আমাদের এখন বুঝতে হবে কোথায় কি হয়েছে। সব কিছু খুঁটিয়ে দেখা হবে। এখন মাঠে রাস্তায় কোথায় জমায়েত নেই। কেউ কোথাও কোনও আহত হয়নি। সবাই সুস্থ ভাবে বাড়ি পৌঁছে গেছে। আমরা তদন্ত করব এই নিয়ে আজকে এই ঘটনাটা নিয়ে। শতদ্রু দত্ত নামের সমর্থকরা FIR করেছে । পুলিশ FIR টা রিটেন করেছে। শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। আমরা চেষ্টা করব যাতে সব সমর্থক যাতে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া যায়। এখন এই মুহূর্তে সব কিছু করা সম্ভব নয়। অর্গানাইজারদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দিয়ে দেবো৷’’
এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানান,   ‘‘আমাদের এখন বুঝতে হবে কোথায় কি হয়েছে। সব কিছু খুঁটিয়ে দেখা হবে। এখন মাঠে রাস্তায় কোথায় জমায়েত নেই। কেউ কোথাও কোনও আহত হয়নি। সবাই সুস্থ ভাবে বাড়ি পৌঁছে গেছে। আমরা তদন্ত করব এই নিয়ে আজকে এই ঘটনাটা নিয়ে। শতদ্রু দত্ত নামের সমর্থকরা FIR করেছে । পুলিশ FIR টা রিটেন করেছে। শতদ্রু দত্তকে আটক করা হয়েছে। আমরা চেষ্টা করব যাতে সব সমর্থক যাতে টিকিটের পুরো টাকা ফেরত দেওয়া যায়। এখন এই মুহূর্তে সব কিছু করা সম্ভব নয়। অর্গানাইজারদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব টাকা ফেরত দিয়ে দেবো৷’’
advertisement
4/5
এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।
এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।
advertisement
5/5
এদিকে এই ঘটনায় IFA কে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই আয়োজন করা হয়েছে। ১৬ অগাস্ট এর পর ভারতীয় ফুটবলের আরেকটা কালো দিন। গুরুতর অভিযোগ আই এফ এ সচিব অনির্বাণ দত্তের৷
এদিকে এই ঘটনায় IFA কে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই আয়োজন করা হয়েছে। ১৬ অগাস্ট এর পর ভারতীয় ফুটবলের আরেকটা কালো দিন। গুরুতর অভিযোগ আই এফ এ সচিব অনির্বাণ দত্তের৷
advertisement
advertisement
advertisement