TRENDING:

রিওতে আজ ডাচদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সামনে সর্দাররা

Last Updated:

ডাচদের বিরুদ্ধে নামার আগে তাই অনেক বেশি সতর্ক ভারতীয় হকি দল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রিও দি জেনেইরো:  আর্জেন্টিনার বিরুদ্ধে গত ম্যাচে দু’গোলে এগিয়ে গিয়েও শেষ মুহূ্র্তে অনেক টেনশনের মধ্যে ম্যাচ বের করতে হয়েছে সর্দারদের ৷ বৃহস্পতিবার মেন ইন ব্লু’দের প্রতিপক্ষ আরও কঠিন ৷ বিশ্ব হকির অন্যতম সেরা দল নেদারল্যান্ডস ৷ ডাচদের বিরুদ্ধে নামার আগে তাই অনেক বেশি সতর্ক ভারতীয় হকি দল ৷
advertisement

দীর্ঘ সাত বছর পর আর্জেন্তিনাকে হারিয়ে আনন্দে ভাসতে রাজি নন সর্দার সিংহেরা। বরং শ্রীজেশ অ্যান্ড কোম্পানি সকালেই ব্যস্ত নেদারল্যান্ডসকে হারানোর পথ খুঁজতে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে দু’নম্বরে ডাচরা। কিন্তু সেই ফ্যাক্টর  দূরে সরিয়ে জিততে মরিয়া ভারত। কারণ শুধু কোয়ার্টার ফাইনালই উঠলেই তো হবে না, ভবিষ্যতের কথাও ভাবতে হবে ৷ শেষ আটে অপেক্ষাকৃত সহজ প্রতিদ্বন্দ্বী পেতে গ্রুপের বাকি ম্যাচগুলো জেতাই এখন লক্ষ্য শ্রীজেশদের ৷

advertisement

ভারতের গোলকিপার-কাম-অধিনায়ক শ্রীজেশ নিজেও বলেছেন সেই কথা। ‘‘মোটে তিনটে ম্যাচ খেলেছি। এখনও দু’টো ম্যাচ বাকি। সেগুলোয় ডিফেন্স আঁটসাঁট রেখে জয়ের জন্য ঝাঁপাতে হবে। হয়তো এই দু’টো ম্যাচ থেকেই ঠিক হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে আমরা কাকে প্রতিপক্ষ পাব। গ্রুপে যত উপরের দিকে আমরা শেষ করব, কোয়ার্টার ফাইনালে ততই সহজ দলকে পাব।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সাত বছর পর আর্জেন্টিনাকে হারিয়েছে ভারত ৷ এবার বিশ্বের দু’নম্বরদের হারিয়ে চমকে দিতে চান সর্দাররা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
রিওতে আজ ডাচদের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সামনে সর্দাররা