১৪ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে হাজির ছিলেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। অনুষ্ঠানের একেবারে বিশেষ মুহূর্তে সুনীল ছেত্রীর হাতে নিজের সই করা আর্জেন্টিনার জার্সি তুলে দেন লিওনেল মেসি। সেই দৃশ্যের ছবি পোস্ট করে আবেগঘন ক্যাপশন লেখেন ভারতীয় ফুটবল তারকা।
ইনস্টাগ্রামে ছেত্রী লেখেন, “শনিবারের আগের দিনগুলো মানসিক দ্বন্দ্বে ভরা ছিল। পেশাদার ছেত্রী আর ভক্ত ছেত্রীর মধ্যে যেন লড়াই চলছিল। শেষ পর্যন্ত ভক্ত সুনীলই জিতে যান।”
advertisement
তিনি জানান, চোটের কারণে তিনি ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না এবং বেশিরভাগ সময় কাটছিল ফিজিওথেরাপির টেবিলে। এমন অবস্থায় মুম্বই যাওয়া নিয়েই দ্বিধায় ছিলেন।
ছেত্রী লেখেন, “আমি প্রায় মুম্বই যাত্রা বাতিলই করে দিচ্ছিলাম। কিন্তু আমার ভেতরের ভক্তটা বিদ্রোহ করে উঠল, আর শেষ মুম্বই যাওয়ার সিদ্ধান্ত নিই। এখন বুঝি, সেটাই ছিল আমার সেরা সিদ্ধান্ত।”
তিনি আরও জানান, মেসির সঙ্গে দেখা করা তাঁর জন্য ছিল এক ধরনের ওষুধের মতো। যাঁর খেলা তাঁকে খুশি করে, যাঁর শিল্প তাঁকে দুঃখের সময় শক্তি দেয়—তাঁর সঙ্গে সরাসরি দেখা করা এবং কৃতজ্ঞতা জানাতে পারা ছিল একসঙ্গে স্বপ্ন ও দায়িত্ব পালন।
ছেত্রী জানান, বিশ্বকাপজয়ী রদ্রিগো ডি পলের সঙ্গে দেখা করাও ছিল দারুণ অভিজ্ঞতা। আর লুইস সুয়ারেজের সঙ্গে এক ফ্রেমে দাঁড়ানোর মুহূর্তে তাঁর মধ্যে কাজ করছিল একেবারে শিশুসুলভ উত্তেজনা—কারণ তাঁর মতে, সুয়ারেজ এই প্রজন্মের অন্যতম সম্পূর্ণ স্ট্রাইকার।
পোস্টের শেষে মুম্বই শহরকেও ধন্যবাদ জানান ছেত্রী। লেখেন, “মুম্বই, তুমি সত্যিই অসাধারণ। আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। শনিবার যেন আমার ভেতরের দুই সুনীলই হাজির ছিল—আর তাই আনন্দটাও ছিল দ্বিগুণ।”
