TRENDING:

East Bengal : লিয়েন্ডারকেও ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল, মঙ্গলবার ইমামির সাংবাদিক সম্মেলন

Last Updated:

East Bengal Club will give Bharat Gourav award to Leander Paes on 1st August. লিয়েন্ডারকেও ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল, মঙ্গলবার ইমামির সাংবাদিক সম্মেলন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এবার ইস্টবেঙ্গলের সম্মান পাচ্ছেন লিয়েন্ডার
এবার ইস্টবেঙ্গলের সম্মান পাচ্ছেন লিয়েন্ডার
advertisement

লিয়েন্ডার পেজকে সম্মান দিতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। লাল-হলুদ ক্লাবের তরফে ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে অলিম্পিক্স পদকজয়ী টেনিস তারকাকে। এর আগে জানানো হয়েছিল ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হবে ঝুলন গোস্বামীকে। ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পাশাপাশি লিয়েন্ডারকেও সম্মান জানাবে ইস্টবেঙ্গল।

শুক্রবার শহরে আসার কথা লিয়েন্ডারের। ১ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এই সম্মান দেওয়া হবে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে অনুষ্ঠান। ঝুলন এবং লিয়েন্ডার ছাড়াও সম্মান জানানো হবে ক্লাবের দুই প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্তকে। তাঁদের জীবনকৃতি সম্মান দেওয়া হবে।

advertisement

গৌতম পাবেন ডাঃ রমেশচন্দ্র (নসা) সেন মেমোরিয়াল পুরস্কার। স্বপন পেতে চলেছেন ব্যোমকেশ বোস মেমোরিয়াল সম্মান। সেরা সাংবাদিক হিসাবে পুরস্কৃত করা হবে লোকেন্দ্র প্রতাপ শাহিকে। সেরা চিত্র সাংবাদিকের পুরস্কার পাচ্ছেন সুবীর মজুমদার। রেফারি হিসাবে পুরস্কৃত করা হবে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে।

এছাড়াও সাধারণ মানুষের চিকিৎসার জন্য ইস্টবেঙ্গলের তরফে দু’লক্ষ টাকা লিভার ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে। এর পরের দিন অর্থাৎ ২ আগস্ট কলকাতার একটি পাঁচ তারা হোটেলে সাংবাদিক সম্মেলন ডেকেছে ইমামি ইস্টবেঙ্গল। সেদিন হয়তো সংবাদ মাধ্যমের সামনে নতুন কিছু বক্তব্য এবং ফুটবলারের নাম ঘোষণা হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal : লিয়েন্ডারকেও ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল, মঙ্গলবার ইমামির সাংবাদিক সম্মেলন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল