TRENDING:

KKR coaches : দায়িত্ব ছাড়ছেন ম্যাকালাম! নাইটদের পরবর্তী কোচ হিসেবে কাকে দেখা যেতে পারে?

Last Updated:

Brendon McCullum steps down KKR looking for new head coach in IPL. নাইটদের পরবর্তী কোচ হিসেবে কাকে দেখা যেতে পারে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেকেআরের সম্ভাব্য কোচ হিসেবে দেখা যেতে পারে কালিস অথবা জাস্টিন ল্যাঙ্গারকে
কেকেআরের সম্ভাব্য কোচ হিসেবে দেখা যেতে পারে কালিস অথবা জাস্টিন ল্যাঙ্গারকে
advertisement

জ্যাক ক্যালিস

২০১৪ পর্যন্ত কলকাতার হয়ে মাঠে নামার পরে জ্যাক কালিস কেকেআরের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকা পালন করেন। ট্রেভর বেলিসের পরে কলকাতার হেড কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় প্রোটিয়া অল-রাউন্ডারের কাঁধে। কলকাতা কালিসকে হেড কোচ হিসেবে ফিরিয়ে আনলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ট্রেভর বেলিস

ট্রেভর বেলিসের কোচিংয়েই কলকাতা দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাকালামের জায়গায় বেলিসকে পুনরায় ফিরিয়ে আনতে পারে নাইট রাইডার্স।

advertisement

জাস্টিন ল্যাঙ্গার

ম্যাকালামের ছেড়ে যাওয়া জুতোয় পা গলানোর দাবি জানাতে পারেন জাস্টিন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়ার পরে তিনি এখনও কোনও দলের সঙ্গে যুক্ত হননি। অস্ট্রেলিয়ার জাতীয় দলকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন করানো ছাড়াও কোচ হিসেবে তিনবার পারথ স্কর্চার্সকে বিবিএল চ্যাম্পিয়ন করিয়েছেন ল্যাঙ্গার।

ডেভিড হাসি

কেকেআরের মেন্টর থেকে হেড কোচের দায়িত্ব নেওয়া অসম্ভব নয় ডেভিড হাসির। মেগা নিলাম থেকে নতুন করে গড়ে তোলা স্কোয়াডের সঙ্গে পরিচিত বলেই ম্যাকালামের পরে তাঁকে দায়িত্ব দিতে পারে কলকাতা।

advertisement

সাইমন কাটিচ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

কলকাতা নাইট রাইডার্স তথা আইপিএলে কোচিংয়ের নিরিখে সাইমন কাটিচ পরিচিত মুখ। এবছর মেগা নিলামের পরে হায়দরাবাদের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচিং টিমে ছিলেন কাটিচ। জ্যাক কালিস কলকাতার হেড কোচ থাকার সময় কাটিচ তাঁর সহকারীর দায়িত্ব পালন করেছেন। ম্যাকালামের পরে কলকাতা কাটিচকে নতুন করে দায়িত্ব দেওয়ার কথা ভাবতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR coaches : দায়িত্ব ছাড়ছেন ম্যাকালাম! নাইটদের পরবর্তী কোচ হিসেবে কাকে দেখা যেতে পারে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল