বিশ্বকাপে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে ভয় ধরানো কাণ্ড ঘটে গেল। একটি বাচ্চা হঠাৎ করেই জাতীয় সঙ্গীতের মাঝে অজ্ঞান হয়ে যায়। শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস উপস্থিত বুদ্ধির জেরে বাচ্চাটির কোনও ক্ষতি হয়নি।
শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটাররা এদিন সঙ্গে করে বাচ্চাদের নিয়ে এসেছিলেন মাঠে। এমনটাই দেখা যায় প্রতি ম্যাচে। একেকজন ক্রিকেটারের সঙ্গে একটি করে খুদে নামে মাঠে। জাতীয় সঙ্গীতের সময় খুদেরা ক্রিকেটারদের সামনে দাঁড়ায়। কোনও কোনও খুদে আবার প্রিয় ক্রিকেটারের হাতও ধরে।
advertisement
আরও পড়ুন- Rohit Sharma: ইংরেজদের উড়িয়ে জয়ের ছক্কা ভারতের,রোহিত শর্মা গড়লেন ৫ নতুন রেকর্ড
দুপুরের রোদে দাঁড়িয়ে বাচ্চাটি অসুস্থ বোধ করে। তবে মুখে বলতে পারেনি সে। তার আগেই জ্ঞান হারায় মাঠে দাঁড়িয়ে থাকা অবস্থায়। বুঝতে পেরে মেন্ডিস বাচ্চাটিকে কোলে তুলে নেন সঙ্গে সঙ্গে। সেই অবস্থাতেই দুই দেশের ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গাইতে থাকেন।
এর পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের এক সদস্য মাঠে এসে বাচ্চাটিকে কোলে করে নিয়ে যান। বাচ্চাটি সুস্থ আছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- পাকিস্তান ক্রিকেটে একেবারে চরম অশান্তি, বাবর আজমের ব্যক্তিগত চ্যাট লিক,রইল ভিডিও
প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের এখনও সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে। ফলে আজকের ম্যাচ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।