রশিদ, নবি, মুজিবুর রহমানরা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। আফগানিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় আইকন একটি সাক্ষাৎকারে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের সেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নিয়েছেন। এদের মধ্যে ভারত থেকে বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া আছেন। পান্ডিয়া শেষ পর্যন্ত দলে থাকেন কিনা, সেটা বোঝা যাবে আগামীকাল অর্থাৎ ১৫ অক্টোবর।
আরও পড়ুন - Ricky Ponting KKR : দিল্লি দাঁড়াতেই পারেনি কেকেআরের কাছে, বলছেন পন্টিং
advertisement
তবে রশিদ জানিয়েছেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া এমন দুজন টি টোয়েন্টি ক্রিকেটার, যাঁরা নিজের দিনে খেলার গতিপথ একার পারফরম্যান্সে বদলে দিতে পারেন। বিশেষ করে বিরাট যেখানে ইনিংস তৈরি করতে পারেন, সেখানে শেষ কয়েক ওভারে হার্দিক ব্যাট হাতে ঝড় তুলে বড় টার্গেট নাগালে নিয়ে আসতে পারেন। দুজনেই নির্ভয় ব্যাট করতে পারেন। তাই এমন দুজন ক্রিকেটার ভারতীয় দলের এই ফরম্যাটের অত্যন্ত মূল্যবান সম্পদ মনে করেন তিনি।
এই দুজন ছাড়া পোলার্ড, ডিভিলিয়ার্সকে পছন্দের তালিকায় রাখলেন আফগান লেগ স্পিনার। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকেও পছন্দ রশিদ খানের। উইলিয়ামসনকে আইপিএলে অধিনায়ক হিসেবে পেয়ে অনেক কিছু শিখতে পেরেছেন জানিয়েছেন রশিদ খান। চাপের সময় কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয় অভিজ্ঞতা থেকে শিখেছেন। যদিও তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান অধিনায়ক নন, কিন্তু সিনিয়র প্লেয়ার হিসেবে দলের প্রয়োজনে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে পিছপা হবেন না।
আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আইপিএল খেলার ফলে আফগান ক্রিকেটারদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ সামলানোর ক্ষমতা অনেক বেড়েছে স্পষ্ট জানিয়েছেন রশিদ।