শুরুতেই তিন উইকেট হারানো আফগানদের পথ দেখিয়েছে ইব্রাহিম জাদরানের ইনিংস। শেষ ওভারে ১৭৭ রানে থামে ১৪৬ বলের ইনিংস। ততক্ষণে অবশ্য আফগানদের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেছেন তিনি। পাশাপাশি ভেঙেছেন চলমান টুর্নামেন্টেই বেন ডাকেটের গড়া এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৫ রানের রেকর্ডও।
আরও পড়ুন- আফগানিস্তান পাল্টে দিল সব অঙ্ক! কারা যাবে সেমিতে? ভারত খেলবে কাদের বিরুদ্ধে? জটিল হল হিসেব
advertisement
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিই নয়, ওয়ানডে বিশ্বকাপেও আফগানিস্তানের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকানোর কীর্তি ইব্রাহিম জাদরানের। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের প্রথম সেঞ্চুরিয়ানের মর্যাদার অধিকারী হলেন। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৪৩ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
৩৫টি ওয়ানডের কেরিয়ারে এটি ইব্রাহিমের ষষ্ঠ সেঞ্চুরি। ৭টি অর্ধশতকও আছে তাঁর নামের পাশে। তিনি এখন যৌথভাবে আফগানিস্তানের পক্ষে এই ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। তার সমান সেঞ্চুরির মালিক মহম্মদ শেহজাদও। আফগানিস্তানের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ইব্রাহিমের ওপেনিং সঙ্গী রহমানুল্লাহ গুরবাজ। ৪৮ ম্যাচে ৮টি সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটার।
ইব্রাহিমের সেঞ্চুরি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ১০ম সেঞ্চুরি। চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে যৌথভাবে এটিই সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। টুর্নামেন্টে এখনও ৭ ম্যাচ বাকি থাকায় এই সংখ্যা আর বাড়তেই পারে।
আরও পড়ুন- খেলবেন না রোহিত শর্মা? অনুশীলনে বাড়ল আশঙ্কা! ভারতীয় দলের বড় আপডেট
আফগানিস্তানের খোস্তে জন্ম হয় জাদরানের। সব সময় অশান্ত থাকে ওই এলাকা। জাদরান যখন ছোট তখনই তাঁর পরিবার চলে যায় কাবুলে। রাস্তায় স্থানীয় বাচ্চাদের সঙ্গে খেলে বড় হয়েছেন জাদরান। ২০১৭ সালে লিস্ট এ ক্রিকেটে অভিষে হয় তাঁর। অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান ওই দিনই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন ২০২০ সালে।
২০২৩-এর এক দিনের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে তিনি সবার নজর কাড়েন। আফগানিস্তান সেবার শেষ করেছিল ছয়ে। পাকিস্তানের বিরুদ্ধে সেবার ম্যাচ জেতানো ৮৭ রান করেছিলেন জাদরান, যা এখনও অনেকেরই মনে আছে হয়তো!
সেবার আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্য়াচের পর আফগানদের সঙ্গে দেখা করতে যান সচিন তেন্ডুলকর। সচিন আলাদা করে সেদিন কথা বলেছিলেন জাদরানের সঙ্গে। সেই কথোপকথন জাদরানের জীবন বদলে দেয়। সচিনকে আদর্শ হিসেবে মনে করা জাদরান নিজের প্রতিভা তুলে ধরেন আরও ভালভাবে।