যিনি চার ওভারে ২৫ রানে তিন উইকেট নেন। পরে চাপের মুখে ১৭ বলে অপরাজিত ৩৩ রান করেন। জয়সূচক শটও মারেন। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে বলটা উড়ে যেতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন। ভারতীয়দের মতোই অঙ্গভঙ্গি করতে লাগলেন। উত্তেজনার বশে টেলিভিশন স্ক্রিনেই হার্দিককে চুমু খেয়ে নিলেন এক আফগান। যে ভিডিয়ো সোশ্যল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
advertisement
চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোয় ভারতীয়রা তো উচ্ছ্বাসে মেতে ওঠেন, বাদ যাননি আফগানরাও। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, হার্দিক জয়সূচক ছক্কা মারতেই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন আফগানরা। একটি ভিডিয়ো বিশেষভাবে ভাইরাল হয়ে গিয়েছে। টুইটারে পোস্ট করা সেই ভিডিয়োর ‘ভিউ’ ইতিমধ্যে সাত লাখ ছাড়িয়ে গিয়েছে। অসংখ্যবার রিটুইট হয়েছে। পেয়েছে ‘লাভ’-ও।
আসলে পাকিস্তানি সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক বছরের অর্ধেক সময় ধরে টেনশন থাকে। আফগানিস্তানের সাধারণ মানুষ মনে করে তাদের দেশে আবার তালিবানকে ফিরিয়ে আনার পেছনে বিশেষ ভূমিকা রয়েছে পাকিস্তান সেনা এবং আইএসআইয়ের। এর জন্য পাকিস্তানকে তারা ক্ষমা করতে পারেন না।
সেটাই প্রকাশ পেয়েছে ওই আফগান ব্যক্তির পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের সেলিব্রেশন দেখে। এমনকি পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত অর্থাৎ ডুরান্ড লাইনকেও খুব একটা গুরুত্ব দেয় না আফগানিস্তান।