কাবুল প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল শাহিন হান্টার্স বনাম ডিফেন্ডার্সের মধ্যে। হান্টার্সের ইনিংসের ১৯তম ওভারে এই বিরল কৃতিত্বের অধিকারী হন সেদিকুল্লা অটল। সেই ওভারে বল করতে আসেন স্পিনার আমির জাজাই। তিনিও বুঝতে পারেননি এই ওভার তাঁকে হয় তো সারা জীবন ক্রিকেট কেরিয়ারে তাড়া করে বেড়াবে। ওভারে প্রথম বলই নো করেন জাজাই। সেই বলে ছয় মারেন সেদিকুল্লা। তারপরের বল ওয়াইডে চার দেন জাজাই। তারপরের ৬ বলে ছয় ছক্কা হাঁকান সেদিকুল্লা।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: জাতীয় সঙ্গীতের সময় কেন প্লেয়ারদের সঙ্গে শিশু থাকে? তাদের কী বলা হয়? বলুন তো দেখি
সাতটি ছক্কা মারার পাশাপাশি ম্যাচে নিজে শতরানও করেন সেদিকুল্লা অটল। ৫৬ বলে ১১৮ রান বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসে সাতটি চার ও ১০টি ছক্কা মারেন তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২১৩ রান করে শাহিন হান্টার্স। রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে তাকে ডিফেন্ডার্স। ১২১ রানে অল আউট হয়ে যায় ডিফেন্ডার্স। ৯২ রানে ম্যাচ জেতে হান্টার্স। সেদিকুল্লার এই ইনিংসের পর জাতীয় দলেও সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।