বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি তাঁর নতুন সিনেমা অ্যানিমাল-এর সাফল্যের পর এখন শিরোনামে রয়েছেন। তৃপ্তি দিমরির অভিনয় ও চেহারায় মুগ্ধ গোটা দেশ।
২৯ বছর বয়সী অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাত্কারে জানিয়েছেন তাঁর প্রিয় ক্রিকেটারের নাম। তৃপ্তি জানিয়েছেন, তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির বড় ভক্ত।
আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে চাবুক পারফরম্যান্স ভারতের মেয়েদের, বিশ্বরেকর্ড গড়ে জয়
advertisement
অ্যানিমাল সিনেমায় জোয়ার চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি জানিয়েছেন, বিরাট কোহলি তাঁর প্রিয় ক্রিকেটারদের একজন।সেই সাক্ষাৎকারের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। তবে এই ভিডিওটি কবেকার তা নিশ্চিত হওয়া যায়নি।
বিরাট কোহলি ২০২৩ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন। তিনি কিছু সময়ের জন্য সাদা বলের ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। আপাতত স্ত্রী, মেয়ের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দলে নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেট থেকেই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তিনি।
আরও পড়ুন- এ মরশুমে অধিনায়ক শ্রেয়সই, মুখ খুললেন নীতিশ, অকপটে বললেন মনের কথা
তৃপ্তি ২০১৭ সালে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তবে ২০২৩ সালে বুলবুল সিনেমা থেকে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন। এর পর তৃপ্তি কালা ছবিতে অভিনয় করেন। তবে অ্যানিলাম সিনেমার পর এখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।