অভিযুক্ত টিটাগড়ের আদি বাসিন্দা। তবে বর্তমানে সে বিহারেই থাকে। জানা গিয়েছে, তাঁকে বিহারের আরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আর কেউ যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, কিছুদিন আগেই মেসি ভারত সফরে এসেছিলেন। সেই সময় কলকাতার যুবভারতীতে মেসিকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ওই ঘটনায় মেসির গোট ট্যুরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতারও হন। সেদিন যুবভারতীতে বিশৃঙ্খলার মাঝেই আর্জেন্টিনার ফুটবল তারকার পাশে দাঁড়িয়ে ছবি তোলা নিয়ে লাগাতার সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
advertisement
এর পরই স্ত্রীর পাশে দাঁড়িয়ে সমালোচকদের জবাব দেন তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। তবে তাতেও কটাক্ষ থামেনি। তার পর ১৪ ডিসেম্বর রাতে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন রাজ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। দিন পনেরোর মধ্যেই ঘটনায় অভিযুক্ত বিট্ট শ্রীবাস্তবকে বিহার থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তকে বারাকপুর আদালতে পেশ করা হলে তাঁকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুন- ফুটবলে কৃতিত্ব, তিন তরুণী ফুটবলার পেলেন সরকারি চাকরি, শালবনীতে খুশির আবহ
বিধায়ক রাজ চক্রবর্তী বলেছেন, ”অভিযুক্ত বিহারে বসে শুধু শুভশ্রীকেই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ পার্থ ভৌমিকের নামেও কুরুচিকর মন্তব্য করেছে। মহিলাদের অসম্মান করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।”
