আরও পড়ুন - Viral Video: লোকসঙ্গীত গায়িকা হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিলেন, এক বালতি টাকা মাথার ওপর ঢেলে দিল একটা লোক
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
আসলে আবুধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স ম্যাচের ঠিক পরেই এই মাঠেই আরেকটি ম্যাচের টস ছিল৷ যা ডয়েন ব্র্যাভোর দিল্লি বুলসের সঙ্গে ফ্যাফ ডু প্লেসির বাংলা টাইগার্সের মধ্যে ছিল৷ দুই দলের অধিনায়কই টসের (Toss) জন্য তৈরি ছিলেন৷ ভাইরাল ভিডিও (Viral Video) পার্ট টু দেখে নিন৷
advertisement
এই টসের সময়েই ঘটে সেই রোমাঞ্চকর ঘটনা৷ আবুধাবি টি টেন লিগে (Abu Dhabi T10 League) ক্রিস গেইল সেখানে পৌঁছে যান৷ ম্যাচ রেফারি নিজে কয়েন ফ্লিপ করে টস (Toss) করানোর বদলে ক্রিস গেইলকে কয়েন ফ্লিপ করে টস করতে বলেন৷ ক্রিস গেইল দারুণভাবে দায়িত্ব পালন করেন৷
গেইল কয়েন ফ্লিপ করে তাঁর বন্ধু ব্র্যাভো টসে (Toss) জিতে যায়৷ এরপর দুজনে আনন্দ ফূর্তি করেন৷ গেইল ডু প্লেসিকে গলা মেলাতে গেলে তিনি ইউনিভার্স বসকে ধাক্কা দিয়ে দেন৷ আর টস (Toss) করতে বলেন৷ এই ঘটনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ এই ম্যাচ দিল্লি বুলস ৬ উইকেটে জিতে নেন৷