এখন পর্যন্ত অভিষেক এই টুর্নামেন্টে ছয় ম্যাচে ৩০৯ রান সংগ্রহ করেছেন। যা প্রতিযোগিতার সর্বোচ্চ। ফাইনালে একটি বড় ইনিংস খেললে তিনি রেকর্ড বইয়ে নিজের নাম তুলতে পারবেন। এক ঝলকে দেখে নিন অভিষেক যেসব রেকর্ড ভাঙতে পারেন:
১. ভারতের হয়ে একটি টি-২০ সিরিজে সর্বোচ্চ রান বিরাট কোহলির ৩১৯। যা তিনি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছিলেন। কোহলির রেকর্ড ভাঙতে ১১ রান দরকার।
advertisement
২. কোনও ফুল-মেম্বার প্লেয়ারের হয়ে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রান ফিল সল্টের ৩৩১ রান। অভিষেক শর্মার সেই রেকর্ড ভাঙতে প্রয়োজন ২৩ রান।
৩. টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান অ্যারন জনসনের ৪০২ ছাড়াতে ৯৪ রান দরকার।
৪. লাগাতার ৩০+ রান করার সর্বোচ্চ সংখ্যা – আরেকটি ইনিংস করলেও ৮ টি হয়ে যাবে। তাহলেই রোহিত শর্মা ও রিজওয়ানকে ছাড়িয়ে যাবেন অভিষেক।
৫. একটি এশিয়া কাপের ম্যাচে সর্বোচ্চ রান (ভারতীয়) সুরেশ রায়নার ৩৭২ রান ছাড়াতে অভিষেকের ৬৪ রান দরকার।
৬. একটি এশিয়া কাপ ম্যাচে সর্বোচ্চ রান (সামগ্রিক) – সনথ জয়সূর্যর ৩৭৮ রান ছাড়াতে ৭০ রান দরকার।
৭. টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড ছাড়াতে অভিষেক শর্মার ১৬ টি দরকার।
৮. একটি এশিয়া কাপ টুর্নামেন্টে সর্বোচ্চ ৫০+ স্কোর করার নিরিখে অভিষেক ৩টি করে ফেলেছে। ফাইনালে একটি হাফসেঞ্চুরি হলে তার লাগাতার ৪র্থ হবে, যা নতুন রেকর্ড।
৯. এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান – বিরাট কোহলির ৪২৯ রান ছাড়াতে ১২১ রান দরকার।
১০. এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান (সামগ্রিক) – পাথুমনিসঙ্কার ৪৩৪ রান ছাড়াতে ১২৬ রান দরকার।
১১. পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার ৫০+ রান করার নিরিখে নতুন নজিরের সামনে অভিষেক। একটি হাফসেঞ্চুরি করতে পারলেই ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লাগাতার ৩টি হাফসেঞ্চুরির রেকর্ড গড়বে।