TRENDING:

বিশ্ব ক্রিকেটকে বিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স

Last Updated:

বুধবার হঠাৎই বিশ্বক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবি ডিভিলিয়ার্স ৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবিডি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্রিটোরিয়া: বুধবার হঠাৎই বিশ্বক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়ে নিলেন এবি ডিভিলিয়ার্স ৷ নিজের টুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবিডি ৷
advertisement

পাশাপাশি প্রোটিয়া এই তারকা ক্রিকেটার জানিয়েছেন আর একটিও আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের জার্সি গায়ে তাঁকে আর খেলতে দেখা যাবে না ৷ নিজের অবসর ঘোষণার টুইটের প্রথমেই তিনি লিখেছেন ,‘‘আজ আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি ৷ ’’

নিজের টুইটে আরও লিখেছেন , ‘‘ প্রিটোরিয়ার হাইপারফরম্যান্স সেন্টার, যেখানে ১৪ মরশুম আগে আমি এসেছিলাম একজন নার্ভাস তরুণ হিসেবে ৷ সে সময়ে আমি প্রথমবার দক্ষিণ আফ্রিকা দলে খেলার জন্য ডাক পেয়েছিলাম ৷ আজও আমি সেই একই জায়গায় আমি আপনাদের জানাতে চাই আমি সমস্ত ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি, এবং তা আজ থেকেই কার্যকর হবে ৷ ১১৪ টি টেস্ট ম্যাচ, ২২৮ টি একদিনের ম্যাচ, ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি , এবার অন্যদের সুযোগ দেওয়ার সময় এসেছে ৷ সত্যি কথা আমার সময় শেষ , আমি ক্লান্ত ৷ এটা একটা শক্ত সিদ্ধান্ত ৷ আমি একটা ভালো মানের ক্রিকেট খেলতে পারছি এই অবস্থায় সরে দাঁড়ানোর বিষয়ে অনেক ভেবে কঠিন সিদ্ধান্তটা নিয়েছি ৷ ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ সিরিজের পরে এটা সঠিক সময় যখন আমি সরে দাঁড়াতে পারি ৷ প্রোটিয়া ব্রিগেডের হয়ে কোন ধরণের ক্রিকেটটা খেলবে সে নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা বিষয় নয় ৷ আমার কাছে সবুজ ও সোনালি হয় আছে নয় নেই ৷ আমি আমার সতীর্থ, কোচ, স্টাফ, ক্রিকেট সাউথ আফ্রিকা সকলের কাছেই কৃতজ্ঞ ৷ এটা অন্য কোনও জায়গা থেকে রোজগারের বিষয় নয়, এটা এক জায়গা থেকে গ্যাস শেষ হয়ে যাওয়ার পর অন্য জায়গা থেকে গ্যাস ভরে নেওয়া ৷ সারা পৃথিবীর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ফ্যানদের ধন্যবাদ ৷ আমার বাইরে গিয়ে খেলারও কোনও পরিকল্পনা নেই ৷ ঘরোয়া ক্রিকেটে টাইটান্সদের হয়ে খেলতে পারি ৷ আমি ফ্যাফ ডুপ্লেসি ও প্রোটিয়াসদের সবচেয়ে বড় সমর্থক হয়ে থাকতে চাই ৷ ’’

advertisement

ডি ভিলিয়ার্সে আত্মপ্রকাশ ২০০৪ –র ডিসেম্বরে ৷ ১১৪ টি টেস্টে ৮৭৬৫ রান করেছেন, তাঁর গড় ৫০.৬৬ ৷ তাঁর রয়েছে ২২ টি শতরান ও ৪৬ টি অর্ধশতরান ৷

News 18 Creative

ওয়ানডে তে আরও দারুণ পারফরম্যান্স ৷ তাঁর ঝোলায় রয়েছে ৯৫৭৭ রান ৷ গড় ৫৩.৫০ ৷ রয়েছে ২৫ টি শতরান ও ৫৩ টি অর্ধশতরান ৷ ৭৮ টি টি-টোয়েন্টিতে তাঁর রান ১৬৭২ ৷

advertisement

তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল প্লে অফে উঠতে না পারলেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন তিনি ৷

এছাড়ও একদিনের ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান, শতরান,দ্রুততম দেড়শো রানের কৃতিত্বের অধিকারী ৷ মাত্র ১৬ বলে ৫০, ৩১ বলে ১০০, এবং ৬৪ বলে ১৫০রান করেছিলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্ব ক্রিকেটকে বিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স